সাময়িক পত্র -এর তালিকা
বাংলা গদ্যের বিকাশে তথা সামগ্রিকভাবেই বাংলা সাহিত্যের বিকাশসাধনে সমসাময়িক বাংলা সাময়িক পত্র -এর ভূমিকা অনস্বীকার্য। শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,
“বাংলা সাহিত্যের প্রসারের সহিত বাংলা সাময়িক – পত্রের ঘনিষ্ঠ যোগ আছে।” কথাটি কেউ অস্বীকার করতে পারেন না।
তিনি জানাচ্ছেন,
“১৮১৮ সালে প্রথম বাংলা সাময়িক পত্র প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্য দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছে।”
আমাদের এই উপস্থাপনায় প্রকাশকাল অনুসারে বিভিন্ন সাময়িক পত্রিকা ও তার প্রকাশকাল সহ সম্পাদকের নাম পাওয়া যাবে। প্রকাশিত বিভিন্ন বাংলা সাময়িক পত্রের তালিকার দ্বিতীয় পর্ব আজ আলোচিত হল।
সাময়িক পত্র – এর তালিকা
সাময়িক পত্রের নাম | প্রকাশকাল | সম্পাদকের নাম |
পূর্ণিমা | ১৮৫৯ | বিহারীলাল চক্রবর্তী |
বঙ্গবাসী | ১৮৭১ | যোগেন্দ্রচন্দ্র বসু |
বঙ্গদর্শন | ১৮৭২ | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
ভ্রমর | ১৮৭৪ | সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় |
ভারতী | ১৮৭৭ | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
নববিধান | ১৮৮০ | কেশবচন্দ্র সেন |
প্রচার | ১৮৮৪ | রাখালদাস বন্দ্যোপাধ্যায় |
বালক | ১৮৮৫ | জ্ঞানদানন্দিনী দেবী |
সাহিত্য | ১৮৯০ | সুরেশচন্দ্র সমাজপতি |
হিতবাদী | ১৮৯১ | কৃষ্ণকমল ভট্টাচার্য |
জ্ঞানোদয় | ১৮৩১ | রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র |
সাধনা | ১৮৯১ | সুধীন্দ্রনাথ ঠাকুর |
বঙ্গীয় সাহিত্য পরিষদ | ১৮৯৩ | ক্ষেত্রগোপাল ভট্টাচার্য |
বন্দেমাতরম | ১৮৯৯ | বিপিনচন্দ্র পাল |
প্রবাসী | ১৯০১ | রামানন্দ চট্টোপাধ্যায় |
যমুনা | ১৯০৩ | ধীরেন্দ্রনাথ পাল |
ভান্ডার | ১৯০৫ | রবীন্দ্রনাথ ঠাকুর |
সন্ধ্যা | ১৯০৬ | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
ভারতবর্ষ | ১৯১৩ | দ্বিজেন্দ্রলাল রায় |
সন্দেশ | ১৯১৩ | উপেন্দ্রকিশোর রায় |
নারায়ণ | ১৯১৪ | চিত্তরঞ্জন দাশ |
সবুজপত্র | ১৯১৪ | প্রমথ চৌধুরী |
সাময়িক পত্র – পরের তালিকা দেখতে Click করুন। আগের তালিকা দেখতে Click করুন।
তথ্যসূত্রঃ এসএলএসটি বাংলা কম্পিটিটর