অন্যান্য সাহিত্যিক

সুবোধ সরকার

সুবোধ সরকার পশ্চিমবঙ্গের একজন আধুনিক কবি। সমালোচকরা বলেন তাঁর কবিতায় আছে গভীর অন্তর্দৃষ্টি ও মানবিকতা, যা কখনো শ্লেষাত্মক, কখনো সরাসরি ও সংবেদনশীল।

সুবোধ সরকার  প্রথম কবিতার বই প্রকাশিত হয় সত্তরের দশকে। এপর্জন্ত কুড়িটি কবিতার বই লিখেছেন, জিতেছেন দুটি পুরস্কার, কবিতার জন্য দেশবিদেশ সফর করেছেন।

১৯৫৮ খ্রীষ্টাব্দে, নদীয়ার কৃষ্ণনগরে। ‪‎কবির দাম্পত্যসঙ্গিনী বাংলা সাহিত্যের বিশিষ্টা কবি মল্লিকা সেনগুপ্ত। পেশায় তিনি অধ্যাপক। ‘ভাগানগর’ পত্রিকায় বর্তমানে সম্পাদকরূপে আসীন।

উল্লেখযোগ্য‬ কাব্যগ্রন্থ:

>ঋক্ষমেঘ(১৯৮২)
>সোহাগ শর্বরী(১৯৮৫)
>একা নরকবাসী(১৯৮৮)
>মরুভূমির গোলাপ(1১৯৯০)
>চন্দ্রদোষ ওষুধে সারেনা(১৯৯১)
>আড়াই হাত মানুষ(১৯৯২)
>ছি:(১৯৯৬)
>ভালো জায়গাটা কোথায়(১৯৯৬)
>ধন্যবাদ মরীচিকা সেন(১৯৯৬)
>জারুজালেম থেকে মেদিনীপুর(২০০১)
>মনিপুরের মা
>কাল্লু

কবির‬ মৌলিকত্ব:

সত্তর দশকের কাব্যঘরানায় একটু আলাদাস্বাদ ও নিজস্বতা নিয়েই কবি সুবোধ সরকারের আবির্ভাব|দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা কবির কবিতায় বারবার এসে ভীড় করেছে|তাঁর কবিতায় আছে গভীর অন্তর্দৃষ্টি,মানবিকতা,যা কখনো শ্লেষাত্মক,কখনো সরাসরি ও সংবেদনশীল।

বিখ্যাত‬ আবৃত্তিযোগ্য কবিতা:

তারঁ বিখ্যাত আবৃত্তিযোগ্য ‘শাড়ি’ কবিতার কয়েকটি পংক্তিটি-
” বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা
অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা
এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি।
… … …
কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল তিনজন
পাড়ার মোড়ে
একটি সদ নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিত্কার
করছে;’বাঁচাও’
পেছনে তিনজন,সে কী উল্লাস,নির্বাক পাড়ার লোকেরা|”

সন্মান‬: ১৯৯৯ সালে তিনি অনীতা সুনীল বসু পুরস্কার পান।

আলোচকঃ কেশব মল্লিক, আলিপুরদুয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *