About Us
টার্গেট এসএসসি বাংলা যা বর্তমানে টার্গেট বাংলা ( Target Bangla ) হিসেবে সমাদৃত, একটি বিশুদ্ধ অনলাইন টিউটোরিয়াল হোম। এটি মুলত বাংলা সাহিত্যানুরাগী এবং এস.এল.এস.টি ( SLST Bangla ) বাংলার পরীক্ষার্থীদের সাহায্যার্থে করা হয়েছে। এখানে বিভিন্ন তথ্য পরিবেশন, সাপ্তাহিক অনলাইন টেষ্ট, পিডিএফ বা নোটস প্রদান এবং টপার প্রতিযোগিতার মধ্য দিয়ে এস.এল.এস.টি বাংলার ছাত্রছাত্রীদের আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে নানাপ্রকার সাহায্য করা হয়। About Us পেজে আপনি আমাদের সম্পর্কে একটি বিস্তারিত জানতে পারবেন।
About Us
টার্গেট বাংলা গর্বের সঙ্গে ঘোষণা করে যে, ফেসবুকে তারাই প্রথম এমন একটি বাংলা বিষয়ের গ্রুপ যেখানে ছাত্রছাত্রীদের কথা ভেবে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে যা পরবর্তীতে অনুসরণ করেছে অনেক বাংলা ফেসবুক গ্রুপ। বাংলা সাহিত্যানুরাগী এবং এস.এল.এস.টি বাংলার পরীক্ষার্থীদের সহযোগিতায় আমাদের সেই সকল উদ্যোগের যথাসম্ভব একটি তালিকা এখানে দেওয়া হল যা আমরাই প্রথম গ্রহণ করি –
- বিভিন্ন তথ্য ও প্রশ্নোত্তরের পিডিএফ বা নোটস প্রদান
- গ্রুপ ডিসকাশন বা আলোচনা
- অনলাইন মক টেস্ট গ্রহণ
- ইমেল সাপোর্ট
- ওয়েবসাইট
- অ্যান্ড্রয়েড অ্যাপ
- টপার প্রতিযোগিতা
- ইউটিউব চ্যানেল
- ফেসবুক পেজ
- গ্রন্থ প্রকাশনা
- SLST ও MSC বাংলা স্টাডি মেটেরিয়াল
আমাদের মিশন
এমন অনেক ছাত্র বা ছাত্রী আছেন যারা যথাযথ দিশা পান না, কীভাবে এগোলে বা কীভাবে পড়াশোনা করলে সফল হওয়া যায়, প্রত্যন্ত গ্রামের অনেকেই পান না উপযুক্ত সহায়তা। তাদের এবং অন্যান্য সকল ছাত্রছাত্রীকে সাহায্য করাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য ঐ সমস্ত ছাত্রছাত্রীদের নিজেদের লক্ষ্যপূরণে আমাদের নিঃস্বার্থ সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
আমাদের দৃষ্টিভঙ্গি
ছাত্রছাত্রীদের শুধু অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে চলাই নয়, তাদের মানবিকতা ও মূল্যবোধের বিকাশও প্রয়োজন। টার্গেট বাংলা ছাত্রছাত্রীদের নিঃস্বার্থ সহায়তার পাশাপাশি তাদের মূল্যবোধের বিকাশেও সচেষ্ট। আমাদের বিশ্বাস এভাবেই আমরা হয়ে উঠব আরো সার্থক, আরো সুন্দর।