বাংলা সাহিত্য

সাময়িক পত্র তালিকা

আমাদের সাময়িক পত্র তালিকা উপস্থাপনায় প্রকাশকাল অনুসারে বিভিন্ন সাময়িক পত্রিকা ও তার প্রকাশকাল সহ সম্পাদকের নাম পাওয়া যাবে। প্রকাশিত বিভিন্ন বাংলা সাময়িক পত্রের তালিকার দ্বিতীয় পর্ব আজ আলোচিত হল।

বাংলা গদ্যের বিকাশে তথা সামগ্রিকভাবেই বাংলা সাহিত্যের বিকাশসাধনে সমসাময়িক বাংলা সাময়িক পত্র -এর ভূমিকা অনস্বীকার্য। শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলা সাহিত্যের প্রসারের সহিত বাংলা সাময়িক – পত্রের ঘনিষ্ঠ যোগ আছে।” কথাটি কেউ অস্বীকার করতে পারেন না। তিনি জানাচ্ছেন, “১৮১৮ সালে প্রথম বাংলা সাময়িক পত্র  প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্য দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছে।”

সাময়িক পত্র তালিকা

সাময়িক পত্রের নামপ্রকাশকালসম্পাদকের নাম
পূর্ণিমা১৮৫৯বিহারীলাল চক্রবর্তী
বঙ্গবাসী১৮৭১যোগেন্দ্রচন্দ্র বসু
বঙ্গদর্শন১৮৭২বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ভ্রমর১৮৭৪সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
ভারতী১৮৭৭দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
নববিধান১৮৮০কেশবচন্দ্র সেন
প্রচার১৮৮৪রাখালদাস বন্দ্যোপাধ্যায়
বালক১৮৮৫জ্ঞানদানন্দিনী দেবী
সাহিত্য১৮৯০সুরেশচন্দ্র সমাজপতি
হিতবাদী১৮৯১কৃষ্ণকমল ভট্টাচার্য
জ্ঞানোদয়১৮৩১রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র
সাধনা১৮৯১সুধীন্দ্রনাথ ঠাকুর
বঙ্গীয় সাহিত্য পরিষদ১৮৯৩ক্ষেত্রগোপাল ভট্টাচার্য
বন্দেমাতরম১৮৯৯বিপিনচন্দ্র পাল
প্রবাসী১৯০১রামানন্দ চট্টোপাধ্যায়
যমুনা১৯০৩ধীরেন্দ্রনাথ পাল
ভাণ্ডার১৯০৫রবীন্দ্রনাথ ঠাকুর
সন্ধ্যা১৯০৬ব্রহ্মবান্ধব উপাধ্যায়
ভারতবর্ষ১৯১৩দ্বিজেন্দ্রলাল রায়
সন্দেশ১৯১৩উপেন্দ্রকিশোর রায়
নারায়ণ১৯১৪চিত্তরঞ্জন দাশ
সবুজপত্র১৯১৪প্রমথ চৌধুরী
সাময়িক পত্র – পরের তালিকা দেখতে Click করুন। আগের তালিকা দেখতে Click করুন।

তথ্যসূত্রঃ এসএলএসটি বাংলা কম্পিটিটর

আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *