
ধ্বনিমূল বা স্বনিম
আমাদের আজকের আলোচনায় সংক্ষেপে ধ্বনিমূল বা স্বনিম সম্পর্কে কিছু তথ্য দেবার চেষ্টা করা হয়েছে। ভাষাবিজ্ঞানে বহুচর্চিত বিষয় এই ধ্বনিমূল। আমাদের এই আলোচনায় একটি সংক্ষিপ্ত আলোচনার পাশাপাশি পাবেন কিছু প্রাসঙ্গিক প্রশ্নোত্তর।
ধ্বনিমূল – সংক্ষিপ্ত ধারণা
বাংলায় ‘ধ্বনি’ কথাটি অনেক বিস্তৃত অর্থে ব্যবহৃত হয়। ধ্বনি বিভিন্ন ভাবে সৃষ্ট হয়, যেমন – যন্ত্রের সাহায্যে, হাততালির সাহায্যে, বাগযন্ত্রের সাহায্যে ইত্যাদি। তবে ধ্বনি বিভিন্ন ভাবে সৃষ্টি হলেও বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিকেই বলা হয় বাগধ্বনি (Phone/Speech sound)। আবার মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত সমস্ত ধ্বনি কিন্তু ভাষায় ব্যবহৃত হয় না। যেমন শিশুর অস্পষ্ট ধ্বনি বা পাগলের অর্থহীন প্রলাপ ইত্যাদি। তাই শুধু ভাষায় ব্যবহৃত ধ্বনিই ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হোন
ভাষায় ব্যবহৃত ধ্বনির মধ্যে থাকে কিছু মূলধ্বনি আর কিছু থাকে মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্য। যেমন- বাংলা ‘শ্লীল’ শব্দে ‘শ্’ এর উচ্চারণ দন্ত্য ‘স্’ -এর মতো, কিন্তু ‘শীল’ শব্দে ‘শ্’ -এর উচ্চারণ ‘শ্’-ই। মূলধ্বনি ‘শ’ হলেও তার উচ্চারণ বৈচিত্র্যে কখনও ‘স’ বা কখনও ‘শ’। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে উচ্চারণ বৈচিত্রসহ প্রত্যেকটি মূলধ্বনিকে বলে স্বনিম বা ধ্বনিতা বা ধ্বনিমান বা ধ্বনিমূল (Phoneme)।
ধ্বনির অবস্থান
শব্দের মধ্যে ধ্বনির অবস্থান তিন জায়গায় হয়ে থাকে।যেমন –
১. শব্দের আদিতে
২. শব্দের মধ্যে এবং
৩. শব্দের অন্ত্যে
তবে এই আদি, মধ্য এবং অন্ত্য – তিনটি অবস্থানের সব কয়টিতে সব ভাষার সব ধ্বনি বসে না। তাছাড়া সমস্ত ভাষারই কোনো কোনো ধ্বনি সম্পর্কে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ আছে।বাংলা ভাষায় প্রায় সব ধ্বনি আদি, মধ্য এবং অন্ত্য – এই তিনটি অবস্থানেই বসে।
কিছু প্রশ্নোত্তর
১. বাক্য তৈরি করতে হলে কোন নিয়ম মেনে চলতে হয় ?
উ: পদের ক্রম ও পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক
২. “কাল তুমি খেলতে যাবে না” – ভঙ্গিগত বিচারে বাক্যটি কী ধরনের ?
উ: ভবিষ্যৎ অনুজ্ঞা
৩. “পদগুচ্ছের সংগঠন তত্ত্ব” -এর প্রবক্তা কে ?
উ: নোয়াম চমস্কি
৪. ‘কমপিটেন্স’ এবং ‘পারফরম্যান্স’ ধারণার জনক কে ?
উ: চমস্কি
৫. বাক্যে অব্যবহিত উপাদান বিশ্লেষণের কথা প্রথম কে বলেন ?
উ: ব্লুমফিল্ড
৬. বিভক্তি কোন জাতীয় রূপমূল ?
উ: সমন্বয়ী রূপমূল
৭. কোথায় শব্দকে আমরা সম্পূর্ণরূপে পাই ?
উ: অভিধানে
৮. একটি রূপমূলের পরিবারের একটা রূপের বিকল্প কী ?
উ: সহরূপমূল।
৯. দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে কী বলে ?
উ: জটিল রূপমূল।
১০. রূপমূল কী ?
উ: ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক।