প্রফেসর শঙ্কু [দ্বিতীয় পর্ব]
প্রফেসর শঙ্কু – ব্যোমযাত্রীর ডায়রি – সত্যজিৎ রায়। বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি সত্যজিৎ রায় এর প্রফেসর শঙ্কু । পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডেও পাঠ্য করা হয়েছে ‘প্রফেসর শঙ্কুর ডায়েরি’। আমাদের এই আলচনায় উক্ত গ্রন্থ থেকে বেশ কিছু প্রশ্নোত্তর আলোচিত হয়েছে যা SLST র পরীক্ষার্থীদের কাজে দিতে পারে।
ডক্টর শেরিং-এর স্মরণশক্তি
৮৩. “আমার যন্ত্রটা আজই সকালে তৈরী হয়ে গেছে।”― কোন যন্ত্র?
উত্তর : রিমেমব্রেন।
৮৪. রিমেমব্রেন যন্ত্রটি দেখতে কেমন?
উত্তর : হাল ফ্যাশানের টুপি বা হেলমেট এর মতো।
৮৫. এই হেলমেটের খোলের ভেতর কত হাজার সূক্ষ্মাতিসূক্ষ্ম তারের জটিল স্নায়বিক বিস্তার?
উত্তর : ৭২ হাজার।
৮৬. প্রহ্লাদ গত মাসের ৭ তারিখ বাজার থেকে কি মাছ এনেছিল?
উত্তর : ট্যাংরা।
৮৭. রিমেমব্রেন সম্পর্কে লেখা কোন পত্রিকায় বেরিয়েছিল?
উত্তর : নেচার।
৮৮. আমেরিকার ক্রোড়পতি শিল্পপতি হিরাম হোরেনস্টেইন আত্মজীবনী লিখতে বসে কত বছর আগের ঘটনাগুলো মনে করতে পারছিলেননা?
উত্তর : ২৭ বছর আগের ঘটনা।
৮৯. অস্ট্রিয়ার লান্ডেক শহর থেকে কোন দুই বিখ্যাত বৈজ্ঞানিক সুইটজারল্যান্ডের ওয়ালেনস্টাট শহরে আসার পথে হাজার ফিট গভীর খাদে পড়েন?
উত্তর : অটো লুবিন, হিয়েরোনিমাস শেরিং।
৯০. প্রফেসর শঙ্কু র যন্ত্রের ওজন কত?
উত্তর : ৮ কিলো।
আরো আছে
৯১. বায়োকেমিস্ট নরবার্ট বুশের বাড়ি কত একর জমির ওপর?
উত্তর : ১৪ একর।
৯২. বুশের ছেলের নাম কি?
উত্তর : উইলি, বয়স ৩ বছর।
৯৩. বুশের বাড়িতে সবশুদ্ধ কজন ও কে কে?
উত্তর : ৬ জন। বুশ, তাঁর স্ত্রী ক্লারা, শ্রীমান উইলি, বুশের বন্ধু স্থানীয় স্কুলের শিক্ষক অমায়িক স্বল্পভাষী হান্স উলরিখ, ডঃ শেরিং ও তার পরিচারিকা মারিয়া। এছাড়া দুজন পুলিশের লোক অষ্টপ্রহর বাড়িটাকে পাহারা দিচ্ছে।
৯৪. শেরিং এর আনুমানিক বয়স কত?
উত্তর : ৪৫-৫০ বছর।
৯৫. ড্রাইভারকে অনুসন্ধানের সম্ভাব্য জায়গা দুটি কি কি?
উত্তর : রেমুস, শ্লাইন্স।
৯৬. ৮ ই মার্চ প্রফেসর শঙ্কু কবার ডায়েরি লেখেন?
উত্তর : ২ বার। প্রথমবার লেখা পৌনে ৯ টার পরে প্রাতরাশ খাওয়ার আগে আর দ্বিতীয় বার রাত সাড়ে ১০ টায়।
৯৭. শেরিং-এর পুরো নাম কি?
উত্তর : হিয়েরোনিমাস হাইনরিখ শেরিং।
৯৮. শেরিং-এর বাবার নাম কি?
উত্তর : কার্ল ডিট্রিখ শেরিং।
৯৯. শেরিং-এর পেশা কি?
উত্তর : পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
১০০. শেরিং-এর জন্ম অস্ট্রিয়ার কোন শহরে?
উত্তর : ইনসব্রুক।
১০১. শেরিং-এর গবেষণার সাংকেতিক নাম কি?
উত্তর : বি-এক্স থ্রি সেভন সেভন।
১০২. রিমেমব্রেন যন্ত্রের ব্যাটারি চালু ও বন্ধের সুইচ গুলো কি রঙের?
উত্তর : চালুর সুইচ- লাল। বন্ধের সুইচ-সবুজ।
১০৩. শেরিং-এর গবেষণার বিষয়টি কি ছিল?
উত্তর : এক নতুন ধরণের আণবিক মারণাস্ত্র তৈরী করার ফর্মুলা তৈরী।
১০৪. গাড়ির ড্রাইভারের নাম কি ছিল?
উত্তর : হাইনৎস নয়মান।
১০৫. কোন পুঁথি পড়ে লুবিনের মাথায় এই মারণাস্ত্র-এর পরিকল্পনা আসে?
উত্তর :আশ্চর্য সংস্কৃত পুঁথি ‘সমরাঙ্গনসূত্রম’।
১০৬. শেরিং-এর বন্ধুর নাম কি?
উত্তর : পিটার ফ্রিক।
১০৭. পিটার ফ্রিকের পেশা কি?
উত্তর : ওকালতি।
১০৮. “এবার আমার খেলা।”― কার?
উত্তর : প্রফেসর শঙ্কু ।
১০৯.ফর্মুলার তথ্য শেষ পর্যন্ত কোথায় পাওয়া যায়?
উত্তর : চুরুটের কেসে।
১১০. চুরুটের কেস আসলে কি?
উত্তর : টেপ রেকর্ডার।
প্রফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্য কাহিনির মৃত দেহের প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে,কীসের মনের উপযোগী আর্কসনিয় উপাদান ঐ কারন দুটিকে কতখানি আছে তা আলোচনার করো উত্তর?