বাংলা প্রশ্নোত্তরকথা সাহিত্য

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য

টার্গেট বাংলা ফেসবুক গ্রুপে বিভিন্ন সময় আলোচিত কথাসাহিত্যের নানা প্রশ্নোত্তর একত্রিত করা হয়েছে – প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য শীর্ষক এই পোস্টে। বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তথা বাংলা সাহিত্যানুরাগীদের উদ্দেশ্যে নিবেদিত এই তথ্যগুলি আশা করি সকলের সহায়ক হবে। তথ্যগুলি SLST বাংলা ইন্টারভিউয়ের জন্যও অত্যন্ত সহায়ক হবে।

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য

১) ‘কাল তুমি আলেয়া’ – উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ বুদ্ধদেব বসু
২) ‘মন্দির’ গল্পটি কোন নামে লেখা ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়
৩) বঙ্কিমচন্দ্রের নভেলেট জাতীয় একটি রচনার নাম কী ?
উত্তরঃ যুগলাঙ্গরীয়
৪) ‘জঙ্গলের জার্নাল’ উপন্যাসের লেখক কে ?
উত্তরঃ বুদ্ধদেব গুহ
৫) ‘শ্রীকান্ত’ উপন্যাসের প্রথম খণ্ডের প্রকাশকাল কোন বছর ?
উত্তরঃ ১৯২৭ খ্রিঃ
৬) ‘নঞ তৎপুরুষ’ -এর রচয়িতা কে ?
উত্তরঃ বনফুল


৭) ‘দ্বিতীয় জন্ম’ – উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ অসীম রায়
8) ‘অমৃতকুম্ভের সন্ধানে’ কার লেখা ?
উত্তরঃ সমরেশ বসু (কালকূট)
৯) ‘শেষ প্রশ্ন’ – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০) ‘ন হন্যতে’ উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ মৈত্রেয়ী দেবী
১১) কথাসাহিত্যকে প্রধানত কতগুলি ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ২ টি (উপন্যাস ও ছোটোগল্প)
১২) ‘জাগরী’ উপন্যাসের নায়ক কে ?
উত্তরঃ বিলু
১৩) ‘কিনু গোয়ালার গলি’ – কার লেখা, কী ধরনের রচনা ?
উত্তরঃ সন্তোষকুমার ঘোষের লেখা, উপন্যাস।

আরও দেখুন

১৪) বিটি রোডের ধারে কার লেখা সার্থক উপন্যাস ?
উত্তরঃ সমরেশ বসুর
১৫) মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম মুদ্রিত উপন্যাসের নাম কী ?
উত্তরঃ জননী
১৬) ‘পটলডাঙ্গার পাঁচালী’ – রচয়িতা কে ?
উত্তরঃ মনীশ ঘটক
১৭) তারাশঙ্করের জীবনীমূলক উপন্যাসের নাম কী ?
উত্তরঃ ধাত্রীদেবতা
১৮) কে ‘বাংলার মপাঁসা’ নামে পরিচিত ?
উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়
১৯) ‘দেখি নাই ফিরে’ কার লেখা অসমাপ্ত জীবনী উপন্যাস?
উত্তরঃ সমরেশ বসুর
২০) “ঘরে বাইরে“ কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ সবুজপত্র
২১) চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম লেখো ?
উত্তরঃ ঘরে বাইরে
২২) “দৃষ্টিপাত“ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ যাযাবর
২৩) বাংলা সাহিত্যের কথাসাহিত্যে প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম কী ?
উত্তরঃ রাজসিংহ
২৪) “গড় শ্রীখণ্ড’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ অমিয়ভূষণ মজুমদারের
২৫) ‘জন্মেছি এই দেশে’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ গজেন্দ্রকুমার মিত্রের

বাংলা কথাসাহিত্য পার্ট – ২

২৬) ঘুষ, মাথা ধরা গল্পগুলির রচয়িতা কে ?
উত্তরঃ আশাপূর্ণা দেবী
২৭) কেটি মিত্তির – কোন্‌ উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ শেষের কবিতা
২৮) “ঘরে বাইরে” উপন্যাসের পটভূমি কী ?
উত্তরঃ বঙ্গভঙ্গ আন্দোলন
২৯) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনীমূলক উপন্যাসের নাম কী ?
উত্তরঃ পথের পাঁচালী
৩০) শরৎচন্দ্রের জীবতকালে লেখা শেষ উপন্যাস কোনটি ?
উত্তরঃ শেষের পরিচয়
৩১) রবীন্দ্রনাথের প্রথম ছোটোগল্প কোনটি ?
উত্তরঃ ভিখারিনী


৩২) জাগরী উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা কয়টি ?
উত্তরঃ চারটি
৩৩) ‘কাকজ্যোৎস্না’ – কার লেখা উপন্যাস ?
উত্তরঃ অচিন্ত্যকুমার সেনগুপ্ত
৩৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম কী ?
উত্তরঃ দুর্গেশনন্দিনী
৩৫) ‘হাজার চুরাশির মা’ কার লেখা বিখ্যাত উপন্যাস ?
উত্তরঃ মহাশ্বেতা দেবী
৩৬) কালিকানন্দ অবধূতের ‘মরুতীর্থ হিংলাজ’ উপন্যাসে তীর্থযাত্রীদের কোথা থেকে কোথায় যাওয়ার বিবরণ আছে?
উত্তরঃ করাচি থেকে হিংলাজ
৩৭) মীরকাশিম চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে রয়েছে ?
উত্তরঃ চন্দ্রশেখর
৩৮) “মহেশ“ গল্পের গ্রামের নাম কী ?
উত্তরঃ কাশীপুর

আরও পড়ুন

৩৯) ‘ধনপতি সিংহল যাত্রা“ কার লেখা ?
উত্তরঃ রামকুমার মুখোপাধ্যায়
৪০) ‘যোগাযোগ’ উপন্যাসের পূর্বনাম কী ?
উত্তরঃ তিনপুরুষ
৪১) ফটিক – কোন গল্পের চরিত্র ?
উত্তরঃ ছুটি
৪২) “মিউটিনি” কার লেখা ?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী
৪৩) “দুই বোন উপন্যাসে দুই বোনের নাম কী ?
উত্তরঃ শর্মিলা ও ঊর্মিলা
৪৪) কোন উপন্যাসের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান ?
উত্তরঃ গণদেবতা
৪৫) “নীলকণ্ঠ পাখির খোঁজে“ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ অতীন বন্দ্যোপাধ্যায়
৪৬) ‘কহেন কবি কালিদাস’ – কার লেখা ?
উত্তরঃ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
৪৭ ) “অভয়ের বিয়ে“ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তরঃ পরেশ সেনগুপ্ত
৪৮) ‘মহাকালের রথের ঘোড়া’ উপন্যাসটি কার রচনা ?
উত্তরঃ সমরেশ বসু
৪৯) পল্লীসমাজ উপন্যাসে কোন গ্রামের চিত্র পরিস্ফুট হয়েছে ?
উত্তরঃ কুঁয়াপুর
৫০) ‘কাঙাল মালসাট’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ নবারুণ ভট্টাচার্য

নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *