বাংলা সাহিত্যশাক্ত পদাবলি

শাক্ত পদাবলী – শক্তির গান

শাক্ত পদাবলী প্রাচীন বাংলা সাহিত্যের পদাবলী সাহিত্যের একটি বিশেষ অধ্যায়। শাক্ত পদাবলী শক্তি বিষয়ক গান। এই পদগুলিতে যেমন লিরিক ধর্মীতা আছে তেমনি আছে বাঙালির চিরন্তন আকাঙ্ক্ষার কথা। এই প্রচ্ছদে আমরা শাক্ত পদাবলী থেকে বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি।
১) শাক্ত পদাবলীর প্রধান রস কি ?
বাৎসল্য রস
২) শাক্ত পদাবলীর কটি পর্যায় ?
১২টি
৩) পর্যায় গুলি কি কি ?
বাল্য লীলা আগমনী বিজয়া জগজ্জননীর রুপ মা কি ও কেমন ভক্তের আকুতি মনোদীক্ষা মাতৃপূজা সাধনশক্তি নামমহিমা চরনতীর্থ ইচ্ছা ময়ী মা/লীলাময়ী/ব্রহ্ম ময়ী মা
৪) শাক্ত পদাবলী সাহিত্যের কটি ধারা ?
২ টি
৫) ধারাগুলি কি ?
উমা স‌্গীত/আগমনী/বিজয়া
শ‍্যামা সঙ্গীত
৬) রামপ্রসাদ সেনের পদের সংখ্যা কত ?
প্রায় ৩০০
৭) রামপ্রাসাদ সেন কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন ?
ভক্তের আকুতি পর্যায়ে র
৮) মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদ সেনকে কি উপাধি দেন ?
কবিরঞ্জন
৯) কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠ ছিলেন ?
আগমনী ও বিজয়া
১০) কমলাকান্ত ভট্টাচার্য এর প্রকৃত নাম কি ?
কমলাকান্ত বন্ধোপাধ‍্যায়
১১) শাক্ত দেবীর দশ রূপের মধ্যে কোন রূপ শ্রেষ্ঠ ?
কালীর রূপ
১২) ‘লতা সাধনতন্ত্র ‘গ্রন্থটি কার লেখা ?
কমলাকান্ত
১৩) ‘বিষকুসুম’ উপন্যাসটি কোন শাক্ত পদ কর্তার লেখা?
মহেন্দ্র ভট্টাচার্যের লেখা
১৪) ‘কবিরঞ্জন রামপ্রসাদ সেন’ কার রচনা ?
দীনেশচন্দ্র ভট্টাচার্যের
১৫) ‘গানে রামপ্রসাদ সিদ্ধ ,ব্যাকুল হয়ে গান গাইলে ঈশ্বর দর্শন হয়,-কার উক্তি ?
শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব এর 

আলোচক – সুমনা সাহু, অ্যাডমিন, টার্গেট এসএসসি বাংলা

Get Latest Updates For Free! Put Your Email Below.


This will close in 20 seconds