সাময়িক পত্রিকা

সাময়িক পত্র – প্রথম তালিকা

বাংলা গদ্যের বিকাশে তথা সামগ্রিকভাবেই বাংলা সাহিত্যের বিকাশসাধনে সমসাময়িক বাংলা সাময়িক পত্র -এর ভূমিকা অনস্বীকার্য। শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলা সাহিত্যের প্রসারের সহিত বাংলা সাময়িক – পত্রের ঘনিষ্ঠ যোগ আছে।” কথাটি কেউ অস্বীকার করতে পারেন না। তিনি জানাচ্ছেন, “১৮১৮ সালে প্রথম বাংলা সাময়িক পত্র  প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্য দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছে।” আমাদের এই উপস্থাপনায় প্রকাশকাল অনুসারে বিভিন্ন সাময়িক পত্রিকা ও তার প্রকাশকাল সহ সম্পাদকের নাম পাওয়া যাবে। প্রকাশিত বিভিন্ন বাংলা সাময়িক পত্রের তালিকার প্রথম পর্ব আজ আলোচিত হল।

সাময়িক পত্র – এর তালিকা

সাময়িক পত্রের নামপ্রকাশকালসম্পাদকের নাম
 বেঙ্গল গেজেট১৭৮০ হিকি সাহেব
 সমাচার দর্পণ ১৮১৮ মার্শম্যান
 বাঙ্গাল গেজেটি১৮১৮ গঙ্গাকিশোর ভট্টাচার্য
দিগদর্শন ১৮১৮ মার্শম্যান
ব্রাহ্মণ সেবধি১৮২১ রামমোহন রায়
সম্বাদ কৌমুদী ১৮২১রামমোহন রায়
 সমাচার চন্দ্রিকা ১৮২২ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
 বঙ্গদূত১৮২৯ নীলরতন হালদার
সংবাদ প্রভাকর১৮৩১ ঈশ্বরচন্দ্র গুপ্ত
 জ্ঞানাণ্বেষণ ১৮৩১ দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
 জ্ঞানোদয় ১৮৩১ রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র
 সংবাদ রত্নাবলী১৮৩২ঈশ্বরচন্দ্র গুপ্ত
 বিজ্ঞান সেবধি১৮৩২ উইলসন সাহেব
সংবাদ পূর্ণচন্দ্রোদয় ১৮৩৫হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল স্পেক্টেটর ১৮৪১প্যারীচাঁদ মিত্র
 বিদ্যাদর্শন ১৮৪২অক্ষয়কুমার দত্ত
 তত্ত্ববোধিনী১৮৪৩ অক্ষয়কুমার দত্ত
পাষন্ডপীড়ন১৮৪৬ ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিবিধার্থ সংগ্রহ ১৮৫১ রাজেন্দ্রলাল মিত্র
 বিদ্যোৎসাহিনী ১৮৫৩ কালীপ্রসন্ন সিংহ
 সোমপ্রকাশ ১৮৫৮দ্বারকানাথ বিদ্যাভূষণ

সাময়িক পত্র – পরের তালিকা দেখতে এখানে CLICK করুন

তথ্যসূত্রঃ এসএসসি টার্গেট – এসএলএসটি বাংলা

আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়, Editor, SSC Target SLST Bangla by Progressive Publisher (Kolkata)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *