সাময়িক পত্রিকা

সাময়িক পত্র – Magazines

বাংলা গদ্যের বিকাশে তথা সামগ্রিকভাবেই বাংলা সাহিত্যের বিকাশ সাধনে সমসাময়িক বাংলা সাময়িক পত্র (Magazines) -এর ভূমিকা অনস্বীকার্য। আমাদের আজকের আলোচনায় প্রথম প্রকাশ থেকে নানা গুরুত্বপূর্ণ পত্রিকার তালিকা পাবেন।

ভূমিকা

শ্রীযুক্ত ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বাংলা সাহিত্যের প্রসারের সহিত বাংলা সাময়িক – পত্রের ঘনিষ্ঠ যোগ আছে।” কথাটি কেউ অস্বীকার করতে পারেন না। তিনি জানাচ্ছেন, ‘১৮১৮ সালে প্রথম বাংলা সাময়িক পত্র  প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্য দ্রুত উন্নতির পথে অগ্রসর হইয়াছে।” আমাদের এই উপস্থাপনায় প্রকাশকাল অনুসারে বিভিন্ন পত্রিকা ও তার প্রকাশকাল সহ সম্পাদকের নাম পাওয়া যাবে। প্রকাশিত বিভিন্ন বাংলা পত্রিকার প্রথম পর্ব আজ আলোচিত হল।

সাময়িক পত্র (Magazines) – এর তালিকা

পত্রের নামপ্রকাশকালসম্পাদকের নাম
বেঙ্গল গেজেট১৭৮০হিকি সাহেব
সমাচার দর্পণ১৮১৮মার্শম্যান
বাঙ্গাল গেজেটি১৮১৮গঙ্গাকিশোর ভট্টাচার্য
দিগদর্শন১৮১৮মার্শম্যান
ব্রাহ্মণ সেবধি১৮২১রামমোহন রায়
সম্বাদ কৌমুদী১৮২১রামমোহন রায়
সমাচার চন্দ্রিকা১৮২২ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
বঙ্গদূত১৮২৯নীলরতন হালদার
সংবাদ প্রভাকর১৮৩১ঈশ্বরচন্দ্র গুপ্ত
জ্ঞানাণ্বেষণ১৮৩১দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
জ্ঞানোদয়১৮৩১রামচন্দ্র মিত্র ও কৃষ্ণধন মিত্র
সংবাদ রত্নাবলী১৮৩২ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিজ্ঞান সেবধি১৮৩২উইলসন সাহেব
সংবাদ পূর্ণচন্দ্রোদয়১৮৩৫হরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল স্পেক্টেটর১৮৪১প্যারীচাঁদ মিত্র
বিদ্যাদর্শন১৮৪২অক্ষয়কুমার দত্ত
তত্ত্ববোধিনী১৮৪৩অক্ষয়কুমার দত্ত
পাষন্ডপীড়ন১৮৪৬ঈশ্বরচন্দ্র গুপ্ত
বিবিধার্থ সংগ্রহ১৮৫১রাজেন্দ্রলাল মিত্র
বিদ্যোৎসাহিনী১৮৫৩কালীপ্রসন্ন সিংহ
সোমপ্রকাশ১৮৫৮দ্বারকানাথ বিদ্যাভূষণ

তথ্যসূত্রঃ এসএলএসটি বাংলা কম্পিটিটর

আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *