এক কথায় প্রকাশ – দ্বিতীয় পর্ব
বাংলা ভাষায় এমন অনেক শব্দের সন্ধান আমরা করতে চাই যাকে এক কথায় প্রকাশ করা যায়। এমন অনেক ভাব যা আমরা প্রকাশ করতে চাই কিন্তু উপযুক্ত শব্দ না থাকার কারণে সেই ভাব প্রকাশ যথাযথ হয়ে ওঠে না। এই কারণের প্রয়োজন হয়ে পড়ে এমন কিছু শব্দের যা ঐ অগোছালো ভাবকে অনেক শব্দের পরিবর্তে একটি মাত্র শব্দেই প্রকাশ পেতে পারে। আমাদের এই প্রচ্ছদে আপনি পাবেন এমন অনেক এক কথায় প্রকাশ -এর উদাহরণ। আশা করি বাংলা সাহিত্যের পাঠক রসিকের কাজে লাগবে আমাদের এই প্রয়াস।
এক কথায় প্রকাশ (ই)
ইট পোড়াবার ভাটি = পাঁজা
ইটের গুড়ো = সুরকি
ইতর শ্রেণির লোক = জাল্ম
ইন্দ্রের সারথি = মাতলি
ইন্দ্রের বাহন = ঐরাবত
ইন্দ্রের অস্ত্র = বজ্র
ইন্দ্রের ধনুর্বাণ = অঙ্কুশ
ইন্দ্রের তরবারি = পারন্ধ
ইন্দ্রের ধ্বজ = বৈজয়ন্ত
ইন্দ্রের বজ্র = হ্লাদিনী
ইন্দ্রের রথ = বিসান
ইটের ভাঙা টুকরো = খোয়া বা পাটকেল
ইটের নির্মিত গৃহ = কোঠা
ইহুদি জাতি = হিব্রু
ইঁচড়ে পাকা যে = অকাইতা
ইসলামের মূল বাক্য = কলমা
ইসলামী বছরের অস্টম মাস = শাবান
ইক্ষু রস থেকে জাত মদ্য = শিধু
(ঈ)
ঈদের নামাজ পাঠ করেন যিনি = খতিব
ঈশ্বরের নামে শপথ = হলফ
ঈষৎ বন্য = বুনোটে
ঈষৎ চোখ বোজা = মটকা
ঈশান কোণের দেবতা = শিব বা মহাদেব
ঈশ্বর প্রেরিত দূত = পয়গম্বর
ঈশ্বরের জন্য ব্যাকুল = বাউল
ঈষৎ নত = আনত
ঈষৎ শিথিল = আলোল
ঈষৎ হাস্য = স্মিত
এক কথায় প্রকাশ (উ)
উইয়ের ঢিবি = বল্মীক
উকুনের ডিম বা ছানা = নিকি
উঁচুনিচু জায়গা = বন্ধুর
উচ্চস্বরে গীত = প্রগীত
উচিৎ কথা বা বাক্য = হককথা
উচ্চ নাদ = গর্জন
উঁচু কিনারা যুক্ত থালা = পানতি
উঁচু কাঠের আসন = টাট
উক্তির পরিবর্তে উক্তি = প্রত্যুক্তি
উটের বাচ্ছা = করভ
উড়ন্ত পাখির ঝাঁক = বলাকা
উৎকৃষ্ট মাটি = মৃৎসা
উৎপন্ন শস্য = ফসল
উজ্জ্বল প্রকাশ = বিভাস
উচ্চ শব্দ = নিস্বন
উচ্চ হাসি = অট্টহাসি
উত্তমা পত্নী = রোচনা
উত্তমা নারী = শিখরিণী
উদ্দাম নাচ = তান্ডব
উষ্ণ নয় = অনুষ্ণ
এক কথায় প্রকাশ (ঊ)
ঊর্ধ থেকে নীচে নামা = অবতরণ
ঊর্ধে গতি যার = উর্ধগতি
ঊর্ধে উত্থিত = সমুত্থিত
ঊষর ভূমি = রোষণ
ঊষার সখী = চিত্রলেখা
পূর্ববর্তী আলোচনা দেখুন।