এক কথায় প্রকাশ – প্রথম পর্ব
বাংলা ভাষায় এমন অনেক শব্দের সন্ধান আমরা করতে চাই যাকে এক কথায় প্রকাশ করা যায়। এমন অনেক ভাব যা আমরা প্রকাশ করতে চাই কিন্তু উপযুক্ত শব্দ না থাকার কারণে সেই ভাব প্রকাশ যথাযথ হয়ে ওঠে না। এই কারণের প্রয়োজন হয়ে পড়ে এমন কিছু শব্দের যা ঐ অগোছালো ভাবকে অনেক শব্দের পরিবর্তে একটি মাত্র শব্দেই প্রকাশ পেতে পারে। আমাদের এই প্রচ্ছদে আপনি পাবেন এমন অনেক এক কথায় প্রকাশ -এর উদাহরণ। আশা করি বাংলা সাহিত্যের পাঠক রসিকের কাজে লাগবে আমাদের এই প্রয়াস।
এক কথায় প্রকাশ (অ)
অকারণ শাস্তি (বা দন্ড) = গচ্চা
অক্ষির পর = পরোক্ষ
অংশু আছে যার = অংশুমান
অগ্রে গমনকারী = প্রগত
অঙ্গরাজ্যের রাজধানী = চম্পা
অচঞ্চল মতি সম্পন্ন = স্থিরমতি
অজের পুত্র = দশরথ
অজের স্ত্রী = ইন্দুমতী
অঙ্গে অঙ্গে মিলন = আলিঙ্গন
অঙ্গের অঙ্গ = উপাঙ্গ
অবিকশিত ভ্রুণ = কলল
অজ্ঞাত স্থানে ভ্রমণ = অজ্ঞাতচর্যা
অতি সামান্য = তিলেক, কিঞ্চিৎ, অত্যল্প
অতি উচ্চ ধ্বনি = মহানাদ
অতি উত্তম = সত্তোম
অতি কৃপণ = যক্ষ
অতি রাগ আছে যার = চন্ড
অতি ছোট ঘন্টা = ঘুন্টি
অতি ছোট = রত্তি
অতি অল্প সময় = লহমা
অতি ক্ষুদ্র কীট = কীটাণু
অতি গভীর স্থান = নিতল
অতি প্রাচীন ব্যক্তি = স্থবির
অধিক তাগাদা = তন্ডী
অতিরিক্ত বর্ণণা = বাখান
অতি ধীর গতি = গদাই লস্করি
অতি উত্তপ্ত = প্রতপ্ত
অতি প্রশংসার যোগ্য = প্রশস্য
অত্যন্ত ভীত = সন্ত্রস্ত
অতি মসৃণ = সুচিক্কন
অতিশয় মূর্খ = হস্তিমূর্খ
অতিশয় রমণীয় = সুরম্য
অতিরিক্ত হিসেবী = পাটোয়ারী
অত্যন্ত পটু = নিষ্ণাত
অত্যন্ত টক = জোঁদা
অতীতের কাহিনী = ইতিহাস
অর্ধপক্ক নারকেল = দোমালা
অর্জুনের ধনুক = গান্ডীব
এক কথায় প্রকাশ (আ)
আকবর প্রবর্তিত অব্দ = ফসলী
আকস্মিক বিপদ = উপদ্রব
আকাঁড়া চাল = বুকড়ি
আউশ ধান = ব্রীহি
আগামী দিন = শ্ব
আগুন রাখার পাত্র = আংটা
আগুন জ্বালাবার কাঠ = ইধম্
আঙুল মটকানো = পর্বাস্ফোটন
আঙুর ফল = দ্রাক্ষা
আদরে পালিত পুত্র = দুলাল
আদালতে অভিযোগ করা = ফরিয়াদ
আদালতের মাশুল = রুসুম
আদি পুরুষ = তৎপুরুষ
আনন্দের যোগ্য = নন্দ্য
আনাড়ী লোক = নবিস
আপেল নামক ফল = সেও
আবর্জনা থেকে জাত = আদাড়ে
আরাকানের অধিবাসী = মগ
আরাকানের ভাষা = মঘ
আলোচ্য বিষয় = আলোচনী
আহারে লোভ = নোলা
আহুতির অধিষ্ঠাত্রী দেবী = স্বাহা
আলোর শিখা = পৃষ্ণি
আলোর উৎসব = রোশনাই
আরামের ঘাটতি বা অভাব = অস্বস্তি
আলাপ পরিচয় = চেনাশোনা
আগুন জ্বালাবার উপকরণ = ইন্ধন