সমাস – খুব সহজে বুঝে নাও
আমরা মনের ভাব প্রকাশ করতে নানা শব্দের ব্যবহার করি। আর সেই শব্দগুলি দিয়ে সাজিয়ে তুলি এক একটি বাক্য (স্মরণীয় বাক্যে বসলে শব্দ ‘পদ’ হয়ে যায়)। বাক্য যদি সুসজ্জিত ও পরিপাটি হয় এবং আকারে যথাসম্ভব নাতিদীর্ঘ হয় তবে তাতে আসে সৌন্দর্য। আর এই কারণেই বাংলা ব্যাকরণে সমাস -এর প্রয়োজন।
সমাস – আসলে কী?
‘সমাস’ শব্দের অর্থ ‘সংক্ষেপ’। প্রশ্ন হল কীসের ‘সংক্ষেপ’ ? উত্তর হল ‘একাধিক পদের সংক্ষেপ’। নীচের দুটি বাক্য লক্ষ্য কর –
বাক্যঃ ১ মহান যে রাজা তিনি সিংহ চিহ্নিত আসনে বসলেন।
বাক্যঃ ২ মহারাজ সিংহাসনে বসলেন।
উপরের দুটি বাক্য একই অর্থ প্রকাশ করছে। কিন্তু তফাৎটা হল উভয়ের গঠনে। প্রথম বাক্যটি অনেক পদের সমাবেশে আচ্ছন্ন হয়ে পড়েছে। মনের মূল ভাবটি প্রকাশে কোথাও যেন একটা আড়ষ্টতা থেকে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় বাক্যে অল্প সংখ্যক পদের সাহায্যে মনের ভাবটি খুব নিপুণভাবে ফুটে উঠেছে। প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্যে কয়েকটি পদের সংক্ষেপ ঘটেছে। সেই পদগুলি লক্ষ্য কর –
প্রথম বাক্যের ‘মহান যে রাজা‘ পদগুলি দ্বিতীয় বাক্যে ‘মহারাজ‘ এবং ‘সিংহ চিহ্নিত আসনে‘ পদগুলি দ্বিতীয় বাক্যে ‘সিংহাসনে‘ একটিমাত্র পদে পরিণত হয়েছে, অর্থাৎ একাধিক পদের সংক্ষেপ ঘটেছে। এই পদ্ধতিটিই ব্যাকরণে ‘সমাস’ নামে পরিচিত। মনে রাখতে হবে সমাসের মাধ্যমে আমরা সর্বদা একটি নতুন শব্দ পাই। নতুন শব্দ গঠনের ক্ষেত্রে প্রত্যয় কী ভূমিকা গ্রহণ করে তা আমরা আগেই দেখিয়েছি।
আনুষঙ্গিক বিষয়
সমাসের আলোচনায় প্রাসঙ্গিক কয়েকটি বিষয় জেনে রাখতে হবে। যেমন – ব্যাসবাক্য, সমস্ত পদ, সমস্যমান পদ। আমরা এক্ষেত্রে উপরের উদাহরণে দেওয়া একটি সমাসবদ্ধ পদকে বেছে নিলাম – ‘সিংহাসন’।
আমরা এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করব।
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
এই উদাহরণে ‘সিংহ চিহ্নিত আসন’ হল ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যের অধীন প্রতিটি পদ হল সমস্যমান পদ। এই সমস্যমান পদ আবার দু’ধরনের হয় – পূর্বপদ ও পরপদ বা উত্তরপদ। উদাহরণে ‘সিংহ’ হল পূর্বপদ আর ‘আসন’ হল পরপদ। এই দুই পদের মধ্যবর্তী ‘চিহ্নিত’ পদটি হল সহায়ক পদ।
‘সিংহ চিহ্নিত আসন’ পদগুলি থেকে যে একটি পদ ‘সিংহাসন’ পাওয়া গেছে তা হল সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ।
সমাসের শ্রেণি
সমাসের মূল শ্রেণিগুলি হল – দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব, নিত্য ও অলুক সমাস। এদের মধ্যে অধিকাংশ শ্রেণির সমাসকে আবার আরো কয়েকটি উপ-শ্রেণিতে ভাগ করা যায়। আমরা পরবর্তী পর্বে বিভিন্ন শ্রেণির সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।