পাঁচমিশালী

বাংলা সাহিত্যে আত্মীয়তা

এই অভিনব পোস্টটিতে আপনারা পাবেন বাংলা সাহিত্যে আত্মীয়তা  সম্বন্ধযুক্ত বিভিন্ন সাহিত্যিকদের নাম। বাংলা সাহিত্যে এমন অনেক লেখক বা লেখিকা আছেন যারা অন্য কোনো বিশিষ্ট সাহিত্যিকের সঙ্গে আত্মীয়তার সম্বন্ধ বন্ধনে আবদ্ধ। তাঁরা কারা ? তাঁদের সম্বন্ধ কোথায় ? কীসেরই বা সম্বন্ধ ? এমন নানা চমকপ্রদ তথ্যের উপস্থাপনা করা হয়েছে এই পোস্টে।

বাংলা সাহিত্যে আত্মীয়তা

  • বংশীদাসের কন্যা চন্দ্রাবতী।
  • সনাতন গোস্বামীর ভাই রূপ গোস্বামী, ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামী।
  • রূপ গোস্বামীর দাদা সনাতন গোস্বামী, ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামী।
  • জীব গোস্বামীর জ্যাঠা সনাতন গোস্বামী ও রূপ গোস্বামী। (“সনাতন জ্যেষ্ঠ,রূপ মধ্যম এবং অনুপম বা বল্লভ কনিষ্ঠ। জীব অনুপমের পুত্র।”— বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। দ্বিতীয় খণ্ড। অসিতকুমার বন্দ্যেপাধ্যায়।)
  • উইলিয়াম কেরীর পুত্র ফেলিক্স কেরী।
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের কন্যা মাধুরীলতা (বেলা) -এর বিবাহ হয় বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎকুমার চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে রবীন্দ্রনাথের বেহাই হন।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা ইন্দিরা দেবী।
  • প্রমথ চৌধুরীর স্ত্রী হলেন রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা বীরেন্দ্রনাথ ঠাকুরের পুত্র বলেন্দ্রনাথ ঠাকুর।
  • রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবী।

আরও দেখুন

  • রবীন্দ্রনাথ ঠাকুরের কাকা গিরীন্দ্রনাথ ঠাকুর। গিরীন্দ্রনাথ ঠাকুরের পুত্র গুণেন্দ্রনাথ ঠাকুর। গুণেন্দ্রনাথ ঠাকুরের পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুর। গুণেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুরের কাকা।
  • দীনেশচন্দ্র সেনের পৌত্র সমর সেন।
  • উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায়।
  • সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায়।
  • সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়।
  • লীলা মজুমদার (বিবাহের পূর্বের নাম লীলা রায়) হলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর দাদা প্রমদারঞ্জন রায়ের কন্যা। অর্থাৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লীলা মজুমদারের কাকা। সেই সূত্রে লীলা মজুমদার সুকুমার রায়ের বোন ও সত্যজিৎ রায়ের পিসী। ( তখনকার নাম করা ডাক্তার সুধীর কুমার মজুমদারের সঙ্গে লীলার সম্পর্ক গড়ে ওঠে কিন্তু লীলার বাবা ব্রাহ্ম প্রমদারঞ্জন হিন্দু সুধীর কুমার মজুমদারকে মেনে নেননি। এই কারনে প্রমদারঞ্জন লীলাকে ত্যাগ করেন। তিনি আজীবন আর লীলার সঙ্গে সম্পর্ক রাখেননি।)
  • দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়।
  • মনীশ ঘটকের কন্যা মহাশ্বেতা দেবী।
  • বিজন ভট্টাচার্যের স্ত্রী মহাশ্বেতা দেবী।
  • বিজন ভট্টাচার্য-মহাশ্বেতা দেবীর পুত্র নবারুণ ভট্টাচার্য।
  • ঋত্বিক ঘটক মনীশ ঘটকের ভাই ও মহাশ্বেতা দেবীর কাকা।
  • জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দেবী।
  • শম্ভু মিত্রের স্ত্রী তৃপ্তি মিত্র।
  • শম্ভু মিত্র-তৃপ্তি মিত্রের কন্যা শাঁওলি মিত্র।

তথ্য – শুভাশিষ ঘোষ, নদীয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *