রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনার তালিকা

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনার তালিকা – এই আলোচনার ভূমিকায় বলি, সাহিত্যে কোন সৃষ্টি বিশিষ্ট কোন ব্যক্তিকে উৎসর্গ করার প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যেও এমন অনেক গ্রন্থ আছে যা কোন না কোন ব্যক্তিকে কবি সাহিত্যিকেরা উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ও তাঁর অনেক রচনা উৎসর্গ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে। আমাদের এই প্রচ্ছদে রবীন্দ্রনাথ -এর উৎসর্গীকৃত রচনার তালিকা পাবেন পাঠকেরা।
 
রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা তালিকা প্রসঙ্গে চলে আসে রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের প্রাতঃস্মরণীয় কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার, প্রাবন্ধিক, নাট্যকার তথা সাহিত্য সমালোচক। বাংলা সাহিত্যে তাঁর অবদান ভাষায় প্রকাশ অসম্ভব। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা এখানে ক্লিক করে পড়ে নিতে পারেন আগ্রহী পাঠক।
 

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনার তালিকা – কাব্য

  1. ভগ্ন হৃদয়  – কাদম্বরী দেবী
  2. প্রভাত সংগীত – ইন্দিরা দেবী
  3. শৈশব সংগীত – কাদম্বরী দেবী
  4. ভানুসিংহ ঠাকুরের পদাবলী – কাদম্বরী দেবী
  5. কড়ি ও কোমল – সত্যেন্দ্রনাথ ঠাকুর
  6. সোনার তরী – দেবেন্দ্রনাথ সেন
  7. নদী – বলেন্দ্রনাথ ঠাকুর
  8. কণিকা –  প্রমথনাথ রায়চৌধুরী
  9. কল্পনা – শ্রীশচন্দ্র মজুমদার
  10. কাহিনী – রাধাকৃষ্ণ দেবমানিক‍্য
  11. নৈবেদ্য – দেবেন্দ্র নাথ ঠাকুর
  12. খেয়া – জগদীশ বসু
  13. বলাকা – উইলি পিয়ারসন
  14. পরিশেষ – অতুলপ্রসাদ সেন
  15. শ্যামলী – রানী মহলানবীশ
  16. সেঁজুতি – নীলরতন সেন
  17. আকাশপ্রদীপ – সুধীন্দ্রনাথ দত্ত
  18. আরোগ্য – সুরেন্দ্রনাথ কর
 

রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনার তালিকা – উপন্যাস

  1. বৌঠাকুরানীর হাট – সৌদামিনি দেবী
  2. ঘরে বাইরে – প্রমথ চৌধুরী
  3. দুইবোন – রাজশেখর বসু
  4. গোরা – রথীন্দ্রনাথ ঠাকুর
 

রবীন্দ্রনাথের নাটক

  1. কালমৃগয়া – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  2. প্রকৃতির প্রতিশোধ – কাদম্বরী দেবী
  3. মায়ার খেলা – সরলা রায়
  4. রাজা ও রানী – দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
  5. বিসর্জন – সুরেন্দ্রনাথ ঠাকুর
  6. গোড়ায় গলদ – প্রিয়নাথ সেন
  7. অচলায়তন – যদুনাথ সরকার
 

রবীন্দ্রনাথের প্রবন্ধ

  1. য়ুরোপে প্রবাসীর পত্র – জ্যোতিরিন্দ্রনাথ
  2. য়ুরোপে যাত্রীর ডায়েরি – লোকেন্দ্রনাথ পালিত
  3. পঞ্চভূত – জগদীন্দ্রনাথ রায়
  4. রাশিয়ার চিঠি – সুরেন্দ্রনাথ কর
  5. জাপানে পারস্যে – রামানন্দ চট্টোপাধ্যায়
  6. বিশ্বপরিচয় – সত্যেন্দ্রনাথ বসু
  7. পথে ও পথের প্রান্তে – রানী মহলানবীশ

রবীন্দ্রনাথের বিভিন্ন রচনার উৎসর্গ তালিকা এই পোস্টে দেওয়া হল। পাঠক পাঠিকার যদি কোনো তথ্য না পেয়ে থাকেন তা কমেন্টে জানাবেন।

Updated on 31.12.2024

Get Latest Updates For Free! Put Your Email Below.


This will close in 20 seconds