পাঁচমিশালী

বাংলা সাহিত্যে উৎসর্গ

বিভিন্ন লেখক তাদের অনেক রচনাই অন্য কোনো লেখক বা বন্ধু বা আত্মীয় স্বজনকে উৎসর্গ করে থাকেন। আমরা সমগ্র বাংলা সাহিত্য থেকে যতটা পেরেছি তথ্য সংগ্রহ করে এই পেজে তুলে ধরেছি। বাংলা সাহিত্যে উৎসর্গ এই পেজে আপনারা পাবেন উনিশ শতক থেকে বর্তমান সময়কাল পর্যন্ত বিভিন্ন লেখকের নানা রচনার উৎসর্গ তালিকা। 

আমরা এর আগে আরও কিছু এমন তথ্য পরিবেশন করেছি। সেই তথ্যগুলি পড়তে এই লিঙ্কে ক্লিক করুন। এমন তথ্য আরও পেতে কমেন্ট করুন। পোস্টটি আপনাদের কেমন লাগল তা জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক করুন।

বাংলা সাহিত্যে উৎসর্গ

নিম্নের তালিকায় আপনারা পাবেন লেখকের নাম, রচনার নাম এবং ঐ লেখকের সংশ্লিষ্ট গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে – তাঁর নাম।

তালিকা – ১

লেখকের নামরচনার নামকাকে উৎসর্গ
 মনোজ বসু নিশিকুটুম্বরামলাল বসু (পিতা)
 ঐ বাঁশের কেল্লাবনফুল
 ঐ রূপবতীসন্তোষকুমার ঘোষ
 ঐ আমি সম্রাটপ্রফুল্লকুমার সরকার
 ঐ রাজকন্যার স্বয়ম্বররমাপদ চৌধুরী
 ঐ আমার ফাঁসি হলসাগরময় ঘোষ
 ঐ প্রেম নয় মিছে কথাজসিমুদ্দিন
 ঐ স্বর্ণসজ্জাসমরেশ বসু
 নারায়ণ গঙ্গোপাধ্যায় ট্রফিগোবিন্দ চক্রবর্তী
সূর্যসারথীতারাশংকর বন্দ্যোপাধ্যায়
উপনিবেশবীরেন্দ্রলাল লাহিড়ী
মৌচাকে ঢিলনৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চাতের আমিসজনীকান্ত দাস
লীলা মজুমদারহলদে পাখির পালকপ্রেমেন্দ্র মিত্র
নবীনচন্দ্র সেনঅবকাশ রঞ্জিনীচন্দ্রকুমার রায়
পলাশীর যুদ্ধঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
রঙ্গমতীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
মনোজ মিত্রচাক ভাঙা মধুপার্থপ্রতিম চৌধুরী
নৈশভোজদেবাশিষ দাশগুপ্ত
জগদীশ গুপ্তমহিষীক্ষীরোদচন্দ্র রায়
দুলালের দোলাচারু গুপ্তা

তালিকা – ২

লেখকের নামরচনার নামকাকে উৎসর্গ
 মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্যরাজা দিগম্বর মিত্র
 ঐ বীরাঙ্গনা কাব্যঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 দীনবন্ধু মিত্র বিয়ে পাগলা বুড়োশারদাপ্রসন্ন মুখোপাধ্যায়
 ঐ জামাইবারিকরাসবিহারী বসু
 ঐ সুরধুনী কাব্যমহেন্দ্রলাল সরকার
 ঐ দ্বাদশ কবিতাঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
 ঐ কমলেকামিনী নাটকযতীন্দ্রমোহন ঠাকুর
 ঐ নবীন তপস্বিনীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
 প্রমথনাথ বিশী ডিনামাইটসুবলচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সাবিত্রীর স্বয়ম্বরমোহিতলাল মজুমদার
ঋণং কৃত্বাবীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
মৌচাকে ঢিলনৃপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চাতের আমিসজনীকান্ত দাস
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কর্মদেবীরাজেন্দ্রলাল মিত্র
নবীনচন্দ্র সেনক্লিওপেট্রাঅখিলচন্দ্র সেন
দেবেন্দ্রনাথ সেনগোলাপগুচ্ছরবীন্দ্রনাথ ঠাকুর
অশোকগুচ্ছস্বর্ণকুমারী দেবী
মোহিতলাল মজুমদারবিস্মরণীকরুণানিধান বন্দ্যোপাধ্যায়
স্মরগরলসুশীলকুমার দে
কাজী নজরুল ইসলামঅগ্নিবীণাবারীন্দ্রকুমার ঘোষ
জীবনানন্দ দাশধূসর পান্ডুলিপিবুদ্ধদেব বসু
তথ্যদান – নীলরতন চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *