বাঙালির ক্রীড়া জগত
বাঙালির ক্রীড়া বাঙালির উন্মাদনা। বাঙালি মাত্রেই ক্রীড়া প্রেমী। কিছু ক্রীড়া আছে যা বাঙালির একান্ত নিজস্ব। বাংলার নানা ক্রীড়া আর তা থেকে নানা প্রশ্নোত্তর নিয়ে বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের জন্য এই পোস্ট। এখানে পাবেন বাঙালির ক্রীড়া জগত থেকে নানা তথ্য।
প্রশ্নোত্তর পর্ব
১) কোন খেলা বিবাহ উৎসবের একটা প্রধান অংগ ছিল ?
পাশা খেলা।
২) দুটি অবসর যাপনের খেলা কী কী ?
এলাটিং বেলাটিং, দারিয়াবান্ধা
৩) দুটি আঞ্চলিক খেলা কী কী ?
বেগুন চোর, খই -দই
৪) কুস্তি কোথাকার জাতীয় খেলা ?
জাপান
৫) বাবু সমাজের আমোদ প্রমোদ ও বিণোদনের অংশ ছিল কোন খেলা ?
কুস্তি
৬) বাংলার একজন বিখ্যাত কুস্তিবিদের নাম বলুন ?
গোবর গুহ
৭) ‘অম্বুবাবু ‘নামে কে পরিচিত ?
অম্বিকাচরন গুহ।
৮) ধোঁকা, কুল্লা এগুলি কী ?
কুস্তির প্যাঁচ
৯) ‘লৌহমানব’ নামে কে পরিচিত ছিলেন ?
নীলমনি দাস
১০) ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাব কোনটি ?
ক্যালকাটা এফ সি (১৮৭২)
১১) ভারতীয় ফুটবলের একজন চিরস্মরণীয় ব্যাক্তিত্ব কে ?
নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী
১২) প্রথম বাঙালি ফুটবল ক্লাব কোনটি ?
শোভাবাজার ক্লাব
১৩) বাংলার দুজন বিখ্যাত ফুটবল খেলোয়ারের নাম বলুন ?
চুনী গোস্বামী, গোষঠ গোপাল
১৪) ‘The finix award’ কে পান ?
পি সি সরকার
১৫) ক্রিকেট খেলার জন্ম হয় কীভাবে ?
ফ্রান্সের ‘করকেট ‘খেলা বা ইংল্যান্ড এর প্রাচীন ‘ক্লাববল ‘খেলা থেকে ক্রিকেট খেলার জন্ম।
১৬) বাংলার ক্রিকেটের ‘ধাত্রীগৃহ ‘বলা হয় কাকে ?
স্পোর্টিং ইউনিয়ন ক্লাব (১৮৯৬)
১৭) বাংলার ক্রিকেটর জনক কাকে বলা হয় ?
সারদারঞ্জন রায়চোউধুরি
১৮) ‘ক্রিকেট খেলা’ বইটি কার লেখা ?
সারদারঞ্জন রায়চৌধুরীর
১৯) সৌরভ গাঙ্গুলি ছাড়া আর একজন বাঙালি বাঁহাতি ক্রিকেটারের নাম বলুন ?
অম্বর রায়
২০) বাংলার একজন মহিলা ক্রিকেটারের নাম বলুন ?
ঝুলন গোস্বামী (যিনি অর্জুন পুরস্কার পান ২০১০,পদ্মশ্রী ২০১২)
আরও পড়ুন
২১) ব্রতচারী আন্দোলনের প্রাণপুরুষ কে ?
গুরুসদয় দত্ত
২২) সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কত সালে গড়ে ওঠে ?
১৯০৮ খ্রিঃ
২৩) বিখ্যাত একজন মহিলা সাঁতারুর নাম বলুন ?
বুলা চৌধুরী
২৪) প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন ?
মিহির সেন
২৫) ব্যালেন্স বিম কোন খেলার সঙ্গে যুক্ত ?
জিমন্যাস্টিক
২৬) ফ্রান্সে হকি কী নামে পরিচিত ?
হকেট
২৭) কবে প্রথম মহিলারা হকিতে অংশগ্রহণ করে ?
১৮৮৭ খ্রিঃ
২৮) ভারতের একজন বিখ্যাত হকি খেলোয়াড় কে ?
ধ্যানচান্দ নারায়ণ (তার আত্মজীবনীমুলকগ্রন্থ হল ‘গোল ‘)
২৯) টেবিল টেনিসের পুরবো নাম কী ?
পিং পং
৩০) কাকে টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় ?
শিলিগুড়ির ভারতী ঘোসকে
৩১) রঙ্গস্বামী কাপটি কোন খেলার সাথে যুক্ত ?
হকি
৩২) টেনিস শব্দটি কোথা থেকে এসেছে ?
টেনিস শব্দটি ‘টিন-ইজ ‘থেকে এসেছে। বাংলায় যার অর্থ ‘ভালো করে খেলো ‘বা ‘খেলা চালিয়ে যাউ ‘।
৩৩) ফ্রান্সে লন টেনিস খেলাটি কী নামে প্রচলিত ?
লা পাম
৩৪) টেনিস খেলার আবিস্কর্তা কে ?
উইংফিল্ড
৩৫) বাংলার দুজন টেনিস খেলোয়াড়ের নাম বলুন ?
জয়দীপ মুখোপাধ্যায়, বিষ্ণু বর্ধন।
৩৬) বাংলা থেকে দাবায় প্রথম গ্রান্ডমাস্টার খেতাব কে জেতেন ?
দিব্যেন্দু বড়ুয়া
৩৭) পরপর ছয়বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে রেকর্ড গড়েছেন কোন বাংালি দাবারু?
সূর্যশেখর গাঙ্গুলি
৩৮) পুরুষদের ‘একলব্য ‘আর মহিলাদের ‘রানী লক্ষ্মী বাঈ’ পুরস্কার দেওয়া হয় কোন খেলায় ?
খো খো খেলায়
৩৯) শিবপ্রসাদ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
ভলি বল
৪০) কোন শহরে প্রথম মহিলাদের বিশ্ব ভলি বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ?
১৯৫২ তে মস্কোয়।
আরও পড়ুন
৪১) বাংলার কোন মহিলা ব্যাডমিন্টনে অর্জুন পুরস্কার পান ?
মধুমিতা গোস্বামী
৪২) টমাস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
ব্যাডমিন্টন
৪৩) কবাডি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে কী নামে পরিচিত ?
পশ্চিমবঙ্গ – হা ডু ডু, বাংলাদেশ – চু কিত কিত।
৪৪) দোলা বন্দ্যোপাধ্যায় কোন খেলার সংগে যুক্ত ?
তিরোন্দাজি
৪৫) আথলেটিক্সে কে রাজিব গান্ধী খেলরত্ন, অর্জুন পুরস্কারে ভূষিত হন ?
জ্যোতির্ময়ী শিকদার
৪৬) ভারতীয় শ্যূটার হিসেবে জাতীয় গেমসে কে বিশ্ব রেকর্ড করেন ?
যশোপাল রানা
৪৭) ছন্দা গায়েন কে ?
একজন পর্বতারোহণকারী
৪৮) ব্রতচারীর ক’টি ব্রত ও কী কী ?
৫ টি।যথা : জ্ঞান, শ্রম, সত্য, একতা,আনন্দ।
৪৯)ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠাতা কে ?
নবগোপাল মিত্র
৫০) প্রফেসর বোস নামে কে পরিচিত ?
প্রিয়নাথ বসু
Khub Valo Post.