বাংলা প্র্যাক্টিস সেট [প্রথম পর্ব]
বিনামূল্যে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা কৃত স্কুল সার্ভিস কমিশন, নেট, সেট, পিএসসি, ডব্লুবিসিএস সহ নানা পরীক্ষার বাংলা প্র্যাক্টিস সেট এই বিভাগে পাবেন।
১.কোন নাটকটিতে বিজন ভট্টাচার্য মাস্টারের ভুমিকায় অভিনয় করেন ?
গোত্রান্তর
২. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের কাহিনী বিস্তারের সময়কাল কত ?
আড়াই বছর
৩. ভারতচন্দ্রের জীবনকথা সংগ্রহ করে প্রথম প্রকাশ করেন কে?
ঈশ্বর গুপ্ত
4. কবিবর ভারতচন্দ্র রায়গুনাকরের জীবনবৃত্তান্ত গ্রন্থ কে লেখেন?
ঈশ্বর গুপ্ত
৫. চৈতন্যের মাতুল কাকে বলা হয়?
রঘুনাথ দাস
6.রাধার বারমাস্যার রচয়িতা কে?
শ্যাম দাস
৭.বাংলায় কোন কোন বিদেশি শব্দ প্রধানভাবে ঢুকেছে?
আরবি,ফার্সী,ইংরেজি
৮. সবুজপত্রে রবীন্দ্রনাথের প্রথম কোন প্রবন্ধ প্রকাশ হয়?
বিবেচনা ও অবিবেচনা
৯.-ইশ্বরপুরী চৈতন্যদেবকে কোন গ্রন্থ দেন?
কৃষ্ণকালীমৃত।
১০.চর্যার কত সংখ্যক পদে কৌলিন্য প্রথার কথা আছে?
১৮ নং পদে।
১১.শ্রীকৃষ্ণকীর্তনের পুথিটি যে রাজাদের গ্রন্থাগারে সংরক্ষিত ছিল বলে অনুমান করা হয়?
মল্লরাজাদের গ্রন্থাগারে।
১২.বৌদ্ধতন্ত্রে সর্পদেবীর যে পরিচয় মেলে তার নাম কি?
জাঙ্গুলী।
১৩.কবি গানের মৌলিক পরিবর্তনের জনক কাকে বলা হয়?
রামবসু
১৪.চৈতন্যভাগবত বৃন্দাবন দাস কার নির্দেশে রচনা করেন?
নিত্যনন্দের নির্দেশে।
১৫.বাংলা আধুনিক আখ্যায়িকা কাব্যের প্রবর্তক কে?
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়কে।
১৬.দীনবন্ধু মিত্রের ‘নবীন তপস্বিনী “-নাটকটিতে কোন বিদেশী নাটকের প্রভাব আছে?
শেক্সপীয়ারের merry wives of widesor নাটকের।
১৭.নৌকার মাঝিদের মুখ থেকে চন্দ্রকুমার দে ময়মন সিংহ গীতিকার কোন পালাটি সংগ্রহ করেন?
দেওয়ান ভাবনা পালাটি।
১৮.পদামৃত সমুদ্র-এই বৈষ্ণব পদ সংকলনে রাধামোহন ঠাকুরের কয়টি পদ স্থান পেয়েছে?
২৩৮ টি।
১৯.কমলা কান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত স্ত্রীলোকের রুপ”প্রবন্ধটি কার লেখা?
রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এর লেখা।
২০.নোটন নোটন পায়রা গুলি”-উপনউপন্যাসটির রচয়িতা কে?
কেতকী কুশরী ডাইসন।
২১.জ্ঞানান্বেষণ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায়।
২২.হাঙ্গরের গায়ের পোকা মাকড় খায় যে মাছ-
হাঙ্গর চোষক মাছ।
২৩.ঘাস কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
বনলতা সেন।
২৪.রাসমনির তৃতীয় কন্যার নাম কি?
করুনাময়ী।
২৫.জ্ঞানচক্ষু “-শব্দটির নিহিত সমাসটি কি?
রুপক কর্মধারয়।
২৬. বাংলা সাহিত্যের নাটকে কে প্রথম দৃশ্য ও অঙ্ক বিভাজন সার্থকভাবে সম্পন্ন করেন ?
মধুসূদন দত্ত
২৭. কাশীনাথ তর্কপঞ্চাননের লেখা পাষন্ডপীড়ন এর প্রতুবাদে রামমোহন কি রচনা করেন ?
পথ্যপ্রদান
২৮.’ঘোগলা চন্দ্র বন্দীয়য়ান’ কার ছদ্মনাম?
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
২৯.’আমার বিবেক’—বলতে কবি কী বুঝিয়েছেন?
কবির চেতনা
৩০.প্রবন্ধ’ শব্দটি কোথায় পাওয়া যায়?
শ্রীকৃষ্ণ কীর্তনে তাম্বুল খন্ডে
৩১ মধুসূদন কোন কবিকে এ বঙ্গের অলঙ্কার বলেছেন?
কৃত্তিবাস
৩২. রাজসিংহ উপন্যাসের প্রথম সংস্করনের নাম কি?
ক্ষুদ্রকথা
৩২. কোন গল্পকার কোনও উপন্যাস ও কাব্য রচনা করেন নি ?
রাজশেখর বসু
৩৩.শিকার কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?
মহাপৃথিবী(জীবনানন্দ দাশ)
৩৪.’বহুরূপী তখন লাটে উঠবে’-বহুরূপী একটি–
নাটক গোষ্ঠী
৩৫. ছড়ার ছন্দকে কে দলবৃত্ত নাম দেন ?
প্রবোধ চন্দ্র সেন
৩৬.বাংলায় অনুবাদ করুন :- “সুণ গোহলী কিম দুঠ বলন্দে” ।
দুস্টু গরুর চেয়ে শুন্য গোয়াল ভালো
৩৭.উদাসীন গ্রন্থকীট কাকে বলা হয় ?
প্রমথ চৌধুরী
৩৮.’পঞ্চানন্দ’ কার সম্পাদিত পত্রিকা?-
ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩৯.’পণ্ডিতমশাই’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
ভারতী
৪০.’পতিব্রতা'(১৮৭৫) কার প্রথম রচিত নাটক?-
রাজকৃষ্ণ রায়
৪১.রূপচাঁদ পক্ষীর আসল নাম কি?-
রূপচাঁদ দাশ
৪২.রবীন্দ্রনাথের গদ্য কবিতা ‘পৃথিবী’ কোন কাব্যের অন্তর্গত?-
‘পত্রপুট’
৪৩.’পদ্মা নদীর মাঝি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?-
পূর্বাশা
৪৪.’পদ্মা প্রমত্তা নদী'(১৯৩৯) কার লেখা উপন্যাস?-
সুবোধ বসু
৪৫.’আমপাতা জামপাতা'(১৯৮৩) কার রচনা?-
পবিত্র সরকার
৪৬.সুধীন্দ্রনাথএর পর পরিচয় পত্রিকার ভার কে নেন?-
গোপাল হালদার
৪৭.ড্রামাটিক পারফরম্যান্স এক্ট কত সালে পাশ হয়?-
১৮৭৮
৪৮.’তুমি লক্ষী সরস্বতী/তুমি বিশ্ব ব্রহ্মান্ডের পতি’-কার কাব্যের লাইন?-
বিহারীলাল চক্রবর্তী
৪৯.কোন লেখকের ছদ্মনাম ব্যাঙাচি?-
কাজী নজরুল ইসলাম
৫০.কোন কাব্যের ছন্দ কে মালগাড়ি ছন্দ বলা হয়?-
বৃত্রসংহার