বাংলা প্রশ্নোত্তর

নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন

SLST পরীক্ষার বর্তমান সিলেবাস অনুযায়ী পরীক্ষার্থীদের বিদ্যালয় পাঠ্য বাংলা পাঠ্যপুস্তকগুলিও সবিস্তারে পড়তে হয়। ঐ সমস্ত বইয়ের সকল রচনার মূল গ্রন্থ বা উৎস জেনে রাখা জরুরি। আমরা এই পোস্টে নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন উৎস জানিয়েছি। উৎসগুলি সংশ্লিষ্ট লেখক/লেখিকার মূল বই থেকে যথাসম্ভব সংগ্রহ করা হয়েছে। ফলে একমাত্র আমাদের এই পোস্টেই আপনি পাচ্ছেন উক্ত বিষয়ে সঠিক তথ্য।

নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন

নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন বই থেকে সমস্ত রচনার উৎস পাচ্ছেন নিম্নের তালিকায়। যে রচনার উৎস আমরা সন্ধান করতে পারিনি তা ফাঁকা রাখা হয়েছে। অনুমানের উপর নির্ভর করে আমরা পরীক্ষার্থীদের ভুল তথ্য দিতে চাই না।

ক্রমিক নংরচনার নামলেখকের নামউৎস
কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টিমুকুন্দরাম চক্রবর্তীচণ্ডীমঙ্গল, আখেটিক খণ্ড
ধীবর বৃত্তান্তকালিদাসঅভিজ্ঞানম্‌ শকুন্তলম্‌
সাত ভাই চম্পাবিষ্ণু দেসাত ভাই চম্পা
ইলিয়াসলিও তলস্তয়টোয়েন্টি থ্রি টেলস
দামনারায়ন গঙ্গোপাধ্যায়একজিবিশন
এই জীবনসুনীল গঙ্গোপাধ্যায়দেখা হল ভালবাসা বেদনায়
নব নব সৃষ্টিসৈয়দ মুজতবা আলীচতুরঙ্গ
নূতন জীবনহিরন্ময়ী দেবী
ঝোড়ো সাধুমহাশ্বেতা দেবীছোটদের গল্প সঙ্কলন
১০পথে প্রবাসেঅন্নদাশঙ্কর রায়পথে প্রবাসে
১১ঘরঅমিয় চক্রবর্তীখসড়া
১২হিমালয় দর্শনবেগম রোকেয়াঅপ্রকাশিত গ্রন্থাবলী
১৩নোঙরঅজিত দত্তশাদা মেঘ কালো পাহাড়
১৪পালামৌসঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়পালামৌ
১৫খেয়ারবীন্দ্রনাথ ঠাকুরচৈতালী
১৬আকাশে সাতটি তারাজীবনানন্দ দাশরূপসী বাংলা
১৭বর্ষাপ্রমথ চৌধুরীবিচিত্র
১৮আবহমাননীরেন্দ্রনাথ চক্রবর্তীঅন্ধকার বারান্দা
১৯উপোষবিভূতিভূষণ মুখোপাধ্যায়দুষ্টু – লক্ষ্মীদের গল্প
২০ভাঙার গানকাজী নজরুল ইসলামভাঙার গান
২১চিঠিস্বামী বিবেকানন্দবাণী ও রচনা
২২আমরাসত্যেন্দ্রনাথ দত্তকুহু ও কেকা
২৩নিরুদ্দেশপ্রেমেন্দ্র মিত্রসামনে চড়াই
২৪ব্যথার বাঁশিজসীমউদ্দীননকশি কাঁথার মাঠ
২৫ছুটিরবীন্দ্রনাথ ঠাকুরগল্পগুচ্ছ
২৬জন্মভূমি আজবীরেন্দ্র চট্টোপাধ্যায়মুণ্ডহীন ধড়গুলি আহ্লাদে চিৎকার করে
২৭রাধারাণীবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়রাধারাণী
২৮এই তার পরিচয়কবিতা সিংহ
২৯চন্দ্রনাথতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়আগুন
Information by – Nilratan Chatterjee, Asst. Teacher

নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন -এর মতো সাহিত্য সম্ভারের সঠিক উৎস জানতে ক্লিক করুন। আমাদের ইউটিউব চ্যানেল প্রয়াসের সাবস্ক্রাইব করে ভিডিও টিউটোরিয়াল, মক টেস্ট, লাইভ, ও পিডিএফ পেয়ে যান।

One thought on “নবম শ্রেণির সাহিত্য সঞ্চয়ন

  • Aditya Samanta

    খুব ভালো।

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *