নারীশিক্ষা ও বাংলা সাহিত্য
নারীশিক্ষা ও নারীসমাজ নিয়ে আমাদের দেশে প্রাচীনকাল থেকেই নানা রচনার কথা পাওয়া যায়। আমি বেছে নিয়েছি উনিশ শতক। এই সময়ে নারীসমাজ ও নারীশিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন সাহিত্যিক তাঁদের বক্তব্য প্রকাশ করেছেন নানা গ্রন্থে। এই আলোচনায় সেইসমস্ত গ্রন্থের নাম, প্রকাশকাল, লেখকের নামসহ সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল।
নারীশিক্ষা ও নারীসমাজ – গ্রন্থ পরিচিতি
১] ভারতবর্ষীয় স্ত্রীগণের বিদ্যাশিক্ষা
১৮৫০ খ্রিষ্টাব্দে এই প্রবন্ধগ্রন্থটি রচনা করেন তারাশংকর তর্করত্ন। চার খন্ডে রচিত এই গ্রন্থে লেখক স্ত্রীশিক্ষা সম্পর্কে আলোচনা করেছেন। বিভিন্ন পৌরাণিক গ্রন্থ থেকে প্রসঙ্গ ও প্রমাণ যোগে দেখিয়েছেন যে প্রাচীন ভারতেও স্ত্রীগণ শিক্ষিতা ছিলেন। গ্রন্থটি সমকালে বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল। তৎকালীন হেয়ার পুরষ্কার লাভ করে এই গ্রন্থ।
২] রামারঞ্জিকা
আখ্যাননির্ভর এই রচনাটি প্যারীচাঁদ মিত্র রচনা করেন ১৮৬০ খ্রিষ্টাব্দে। পতি, পত্নীর কথোপকথনের মধ্য দিয়ে নারী সমাজের উৎকর্ষ সাধন বিষয়ে আলোচনা করা হয়েছে। স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে এই গ্রন্থে। মোট অধ্যায় সংখ্যা কুড়ি। আখ্যানের চরিত্রগুলি হল হরিহর, পদ্মাবতী, কামিনী
৩] স্ত্রীশিক্ষা বিধায়ক
১৮২২ খ্রিষ্টাব্দে রচিত একটি গ্রন্থ, গৌরমোহন বিদ্যালংকার। দুটি পরিচ্ছেদে বিন্যস্ত এই গ্রন্থে লেখক স্ত্রীশিক্ষার প্রয়োজনীয়তা এবং প্রাচীন ভারতবর্ষ ও স্ত্রীশিক্ষার ঐতিহ্যের কথা বলেছেন।
৪] মডেল ভগিনী
১৮৮১ খ্রিষ্টাব্দে রচিত যোগেন্দ্রচন্দ্র বসুর ব্যাঙ্গাত্মক এই রচনার উদ্দেশ্যে ছিল নারীশিক্ষা, নারী স্বাধীনতার প্রসঙ্গ। প্রাচীন রক্ষণশীলতা ও নব্যপন্থার দ্বন্দ্ব আছে। উল্লেখযোগ্য চরিত্রগুলি হল কৈলাশচন্দ্র, কমলিনী
৫] পতিব্রতোপাখ্যান
১৮৫৩ খ্রিষ্টাব্দে রামনারায়ণ তর্করত্ন রচিত এই প্রবন্ধগ্রন্থে পতিব্রতা নারীদের বিধি, আচার, ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুসংস্কার দেশ ও সমাজের কীভাবে ক্ষতি করে তাও দেখানো হয়েছে এই গ্রন্থে। বক্তব্য বিষয় উপস্থাপনে লেখক বিভিন্ন প্রাচীন শাস্ত্র থেকে তথ্যপ্রমাণ দিয়েছেন। গ্রন্থটির জন্য রামনারায়ণ রংপুরের কালীচন্দ্র রায়চৌধুরীর পুরষ্কার পেয়েছিলেন
৬] বামাতোষিণী
১৮৮১ রচিত প্যারীচাঁদ মিত্রের সর্বশেষ এই গ্রন্থ স্ত্রী সমাজের জন্য রচিত। এই গ্রন্থে লেখক এদেশীয় নারীসমাজের নানা অবস্থা সম্পর্কে আলোকপাত করেছেন
৭] এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের পূর্বাবস্থা
১৮৭৯, প্রবন্ধগ্রন্থ, প্যারীচাঁদ মিত্র। গ্রন্থের ছোট ছোট প্রবন্ধের মধ্য দিয়ে লেখক পৌরাণিক ও ঐতিহাসিক ভারতীয় নারীদের সমাজ ও ধর্মজীবনের নানা পরিচয় দিয়েছেন।