বর্ণ বিশ্লেষণ – নিয়ম ও উদাহরণ
মনের ভাব প্রকাশ করতে আমরা নানা কথা বলি। সেই কথার মধ্যে একাধিক ধ্বনি যুক্ত করে শব্দ তৈরি হয় আর সেই শব্দ পদ হিসেবে বাক্য তৈরি করে। বর্ণ বিশ্লেষণ হল বাক্যে ব্যবহৃত শব্দের অন্তর্গত বর্ণগুলিকে ক্রমানুযায়ী বিচ্ছিন্ন বা আলাদা করে দেখানোর পদ্ধতি।
যেমন – ‘কোনো’ শব্দটিকে ভাঙলে আমরা ক্, ও, ন্, ও এই চারটি ধ্বনি পাই। বর্ণ বিশ্লেষণের সময় বর্ণগুলিকে আমাদের বানান অনুযায়ী আলাদা করে তাদের মাঝে [+] যুক্ত চিহ্ন দিতে হয়। অর্থাৎ ‘কোনো’ শব্দের বর্ণ বিশ্লেষণ এভাবে করতে হবে – ক্, + ও, + ন্, + ও
বর্ণ বিশ্লেষণের নিয়ম
১. বর্ণ বিশ্লেষণ বানান অনুসারে করতে হবে। আমরা ‘কোনো’ শব্দটিকে ‘কোন’ লিখে থাকি। কিন্তু উভয়ের উচ্চারণ একই থাকে। বর্ণ বিশ্লেষণ করার সময় বর্ণের বিভাজন পৃথক হয়ে যাবে। এক্ষেত্রে শেষে ‘ও’ না হয়ে ‘অ’ হবে। যেমন – কোন = ক্, + ও, + ন্, + অ
২. শব্দস্থিত কোনো যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি থাকে না। তাই বর্ণ বিশ্লেষণের সময় যুক্তভাবে থাকা ব্যঞ্জনদ্বয় পরপর বসবে। যেমন – শব্দ = শ্ + অ + ব্ + দ্ + অ
৩. যে ব্যঞ্জনের মাথায় রেফ চিহ্ন আছে সেই ব্যঞ্জনের ঠিক পূর্বেই ‘র্’ বসে। যেমন পূর্ব = প্ + ঊ + র্ + ব + অ
৪. যে ব্যঞ্জনের সঙ্গে ‘র-ফলা’ থাকবে সেই ব্যঞ্জনের পরে ‘র্’ বসবে। যেমন -–প্রবাদ = প্ + র্ + অ + ব্ + আ + দ্ + অ
৫. ৎ এবং আশ্রয়ভাগী ব্যঞ্জন ছাড়া সকল ব্যঞ্জনের সঙ্গে হস (্) চিহ্ন দেওয়া আবশ্যক।
৬. কোনো শব্দের শেষ ব্যঞ্জন যদি স্বরযুক্ত না থাকে (যেমন আ-কার, উ-কার ইত্যাদি) এবং ঐ ব্যঞ্জনের সঙ্গে হস (্) চিহ্ন না থাকে তবে শেষে ‘অ’ স্বর যুক্ত করতে হবে।
৭. শব্দে চন্দ্রবিন্দু থাকলে বর্ণ বিশ্লেষণের সময় স্বরের মাথায় চন্দ্রবিন্দু লিখতে হয়। অথবা স্বরের পর চন্দ্রবিন্দু বসাতে হবে। কখনওই ব্যঞ্জনের সঙ্গে নয়। যেমন – কাঁটা শব্দটিতে চন্দ্রবিন্দু ‘ক্’ এর সঙ্গে নয়, যুক্ত আছে ‘আ’ এর সঙ্গে। তাই বর্ণ বিশ্লেষণ এরকম হবে – ক্ + আঁ (অথবা আ + ঁ) + ট্ + আ
৮. শব্দে যদি অনুস্বার (ং) বা বিসর্গ (ঃ) থাকে তবে তা স্বরের সঙ্গেই লেখা বাঞ্ছনীয়। যেমন – নিঃ = ন্ + ইঃ। যদিও এ বিষয়ে মত পার্থক্য আছে। কেউ কেউ অনুস্বার, বিসর্গের মতো আশ্রয়স্থানভাগী বর্ণগুলিকে আলাদা করে লিখতে চান।
কতকগুলি যুক্ত -ব্যঞ্জন
- জ্ঞ = জ্+ঞ
- ণ্ঠ= ণ্+ঠ
- ঞ্ছ =ঞ্ +ছ
- ঞ্জ = ঞ্+জ
- ত্থ = ত্+থ
- ঙ্ক = ঙ্+ক
- ষ্ণ = ষ্+ণ
- ক্ত = ক্+ত
- ঙ্গ = ঙ্+গ
- ক্ষ = ক্+ষ
- ণ্ড = ণ্+ড
- হ্ম = হ্+ম।
- ণ্ট = ণ্+ট
- ন্ট = ন্+ট
- হ্ণ = হ্+ণ
- হ্ন =হ্+ন
- স্থ = স্+থ
- ক্ষ্ণ = ক্+ষ্+ণ
- ন্তু = ন্+ত্+উ
- ক্ষ্ম =ক্+ষ্+ম
- ক্র = ক্+র
- ত্রু= ত্+র্+উ
- দ্ধ = দ্+ধ
- ব্ধ = ব্+ধ
- ক্য = ক্+য
- শ্র =শ্+র
- র্ম = র্+ম
- গ্ন =গ্+ন
- শ্ম =শ্+ম
- জ্জ্ব = জ্+জ্+ব
- ত্ম= ত্+ম
বর্ণবিশ্লেষণের কিছু উদাহরণ
- অংশীদার = অং+শ্+ঈ+দ্+আ+র্ +অ
- অকপট = অ+ক্+অ+প্+অ+ট্+অ
- অচিন্ত্যনীয়= অ+চ্+ই+ন্+ত্+য্+অ+ন্+ঈ+য়্+অ
- অনিন্দ্য = অ+ন্+ই+ন্+দ্+য্+অ
- অনেকক্ষণ = অ+ন্+এ+ক্+অ+ক্+ষ্+অ+ণ্ +অ
- অন্যরকম = অ+ন্+য্+অ+র্+অ+ক্+অ+ম্ +অ
- অপরাহ্ণ = অ+প্+অ+র্+আ+হ্+ণ্+অ
- অপেক্ষাকৃত = অ+প্+এ+ক্+ষ্+আ+ক্+ঋ+ত্+অ
- আকাঙ্ক্ষা = আ+ক্+আ+ঙ্+ক্+ষ্+আ
- আশ্চর্য = আ+শ্+চ্+অ+র্+য্+অ
- আশ্বিন = আ+শ্+ব্+ই+ন্ +অ
- উজ্জ্বল = উ+জ্+জ্+ব্+অ+ল্ +অ
- উদাহরণ = উ+দ্+আ+হ্+অ+র্+অ+ণ্ +অ
- উদীয়মান = উ+দ্+ঈ+য়্+অ+ম্+আ+ন্ +অ
- ঊর্ধ্ব = ঊ+র্+ধ্+ব্+অ
- ঋত্বিক = ঋ+ত্+ব্+ই+ক্ +অ
- ঐশ্বর্য = ঐ+শ্+ব্+অ+র্+য্+অ
- কর্তৃপক্ষ = ক্+অ+র্+ত্+ঋ+প্+অ+ক্+ষ্+অ।
- কল্যাণ = ক্+অ+ল্+য্+আ+ণ্ +অ
- কৃষক = ক্+ঋ+ষ্+অ+ক্ +অ
- ক্রমাগত = ক্+র্+অ+ম্+আ+গ্+অ+ত্+অ
- ক্ষমা = ক্+ষ্+অ+ম্+আ
- খরগোশ = খ্+অ+র্+অ+গ+ও+শ্ +অ
- খেলোয়াড় = খ্+এ+ল্+ও+য়্+আ+ড়্+অ
- গ্রহণযোগ্য = গ্+র্+অ+হ্+অ+ণ্+অ+য্+ও+গ্+য্+অ
- গ্রহান্তর = গ্+র্+অ+হ্+আ+ন্+ত্+অ+র্ +অ
- ঘণ্টা = ঘ্+অ+ণ্+ট্+আ
- ঘর্ষণ = ঘ্+অ+র্+ষ্+অ+ণ্ +অ
- চন্দন = চ্+অ+ন্+দ্+অ+ন্+অ
- চমৎকার = চ্+অ+ম্+অ+ত্+ক্+আ+র্ +অ
- ছিঁচকাঁদুনে = ছ্+ই+ঁ+চ্+অ+ক্+আঁ+দ্+উ+ন্+এ
- ছোটোখাটো = ছ্+ও+ট্+ও+খ্+আ+ট্+ও
- জঙ্গল = জ্+অ+ঙ্+গ্+অ+ল্ +অ
- জ্ঞানচক্ষু= জ্+ঞ্+আ+ন্+অ+চ্+অ+ক্+ষ্+উ
- ঝাড়ুদার = ঝ্+আ+ড়্+উ+দ্+আ+র্ +অ
- টঙ্কার = ট্+অ+ঙ্+ক্+আ+র্ +অ
- ঠাণ্ডা = ঠ্+আ+ণ্+ড্+আ
- ডানপিটে = ড্+আ+ন্+অ+প্+ই+ট্+এ
- তৃষ্ণার্ত = ত্+ঋ+ষ্+ণ্+আ+র্+ত্+অ
- তেপান্তর = ত্+এ+প্+আ+ন্+ত্+অ+র্ +অ
- থুত্থুড়ে = থ্+উ+ত্+থ্+উ+ড়্+এ
- দুঃসাহসিক =দ্+উঃ+স্+আ+হ্+অ+স্+ই+ক্ +অ
- ধন্যবাদ = ধ্+অ+ন্+য্+অ+ব্+আ+দ্ +অ
- নিঃস্বার্থ = ন্+ইঃ+স্+ব্+আ+র্+থ্+অ
- নিশ্চয় = ন্+ই+শ্+চ্+অ+য়
- নৃতাত্ত্বিক = ন্+ঋ+ত্+আ+ত্+ত্+ব্+ই+ক্ +অ
- নৌকো = ন্+ঔ+ক্+ও
- পরিব্রাজক = প্+অ+র্+ই+ব্+র্+আ+জ্+অ+ক্ +অ
- পরিষ্কার = প্+অ+র্+ই+ষ্+ক্+আ+র্ +অ
- পরীক্ষা = প্+অ+র্+ঈ+ক্+ষ্+আ
- প্রজাপতি = প্+র্+অ+জ্+আ+প্+অ+ত্+ই
- প্রত্যাহার = প্+র্+অ+ত্+য্+আ+হ্+আ+র্ +অ
- প্রয়োজন = প্+র্+অ+য়্+ও+জ্+অ+ন্ +অ
- প্রাণপণ = প্+র্+আ+ণ্+অ+প্+অ+ণ্ +অ
- প্রোজ্জ্বল= প্+র্+ও+জ্+জ্+ব্+অ+ল্ +অ
- বঙ্কিমচন্দ্র = ব্+অ+ঙ্+ক্+ই+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ
- বিজ্ঞাপন = ব্+ই+জ্+ঞ্+আ+প্+অ+ন্ +অ
- বিদ্যালয় = ব্+ই+দ্+য্+আ+ল্+অ+য়্
- বিশ্বাস = ব্+ই+শ্+ব্+আ+স্ +অ
- বুদ্ধিমতী = ব্+উ+দ্+ধ্+ই+ম্+অ+ত্+ঈ
- বৈষ্ণব= ব্+ঐ+ষ্+ণ্+অ+ব্ +অ
- ব্যবস্থাপনা = ব্+য্+অ+ব্+অ+স্+থ্+আ+প্+অ+ন্+আ
- ব্রহ্মাণ্ড= ব্+র্+অ+হ্+ম্+আ+ণ্+ড্+অ।
- ব্রাত্য = ব্+র্+আ+ত্+য্+অ
- ভণ্ডামি =ভ্+অ+ণ্+ড্+আ+ম্+ই
- ভয়ানক = ভ্+অ+য়্+আ+ন্+অ+ক্ +অ
- ভীষণ = ভ্+ঈ+ষ্+অ+ণ্ +অ
- মন্দির = ম্+অ+ন্+দ্+ই+র্ +অ
- মর্ত্যবাসী= ম্+অ+র্+ত্+য্+অ+ব্+আ+স্+ঈ
- মৃৎশিল্পী = ম্+ঋ+ৎ+শ্+ই+ল্+প্+ঈ।
- মৌমাছি = ম্+ঔ+ম্+আ+ছ্+ই
- রবীন্দ্রনাথ = র্+অ+ব্+ঈ+ন্+দ্+র্+অ+ন্+আ+থ্ +অ
- রাজপুত্র = র্+আ+জ্+অ+প্+উ+ত্+র্+অ
- রামচন্দ্র = র্+আ+ম্+অ+চ্+অ+ন্+দ্+র্+অ
- লক্ষ্মীছাড়া= ল্+অ+ক্+ষ্+ম্+ঈ+ছ্+আ+ড়+আ
- লক্ষ্য = ল্+অ+ক্+ষ্+য্+অ।
- ললিতকলা = ল্+অ+ল্+ই+ত্+অ+ক্+অ+ল্+আ
- শিক্ষক = শ্+ই+ক্+ষ্+অ+ক্+অ
- শিক্ষার্থী = শ্+ই+ক্+ষ্+আ+র্+থ্+ঈ
- শৃঙ্খল = শ্+ঋ+ঙ্+খ্+অ+ল্ (+অ)
- শৃঙ্গধ্বনি = শ্+ঋ+ঙ্+গ্+অ+ধ্+ব্+অ+ন্+ই
- শ্বাসমূল = শ্+ব্+আ+স্+অ+ম্+ঊ+ল্ +অ
- শ্মশান = শ্+ম্+অ+শ্+আ+ন্ +অ
- শ্রীকৃষ্ণ = শ্+র্+ঈ+ক্+ঋ+ষ্+ণ্+অ
- সংকীর্তন= স্+অং+ক্+ঈ+র্+ত্+অ+ন্ +অ
- সংস্কার = স্+অং+স্+ক্+আ+র্ +অ
- সন্ধে = স্+অ+ন্+ধ্+এ
- সহিষ্ণুতা= স্+অ+হ+ই+ষ্+ণ্+উ+ত্+আ
- সান্ত্বনা= স্+আ+ন্+ত্+ব্+অ+ন্+আ
- সুপ্রভাত = স্+উ+প্+র্+অ+ভ্+আ+ত্ +অ
- সৃষ্টিকর্তা= স্+ঋ+ষ্+ট্+ই+ক্+অ+র্+ত্+আ
- স্টেশন = স্+ট্+এ+শ্+অ+ন্+অ
- স্নেহশীল = স্+ন্+এ+হ্+অ+শ্+ঈ+ল্ +অ
- স্নেহার্দ্র = স্+ন্+এ+হ্+আ+র্+দ্+র্+অ
- স্বাক্ষরকারী = স্+ব্+আ+ক্+ষ্+অ+র্+অ+ক্+আ+র্+ঈ
- স্বাগতম = স্+ব্+আ+গ্+অ+ত্+অ+ম্ +অ
- স্বাচ্ছন্দ্য = স্+ব্+আ+চ্+ছ্+অ+ন্+দ্+য্+অ
- স্বাধীনতা = স্+ব্+আ+ধ্+ঈ+ন্+অ+ত্+আ
- স্মারকগ্রন্থ = স্+ম্+আ+র্+অ+ক্+অ+গ্+র্+অ+ন্+থ্+অ
- হরিদ্রা = হ্+অ+র্+ই+দ্+র্+আ
- হরীতকী = হ্+অ+র্+ঈ+ত্+অ+ক্+ঈ
- হাওয়া = হ্ + আ + ও + য়্ + আ
আলোচক – নীলরতন চট্টোপাধ্যায়