বাংলা প্রশ্নোত্তর

বিহারীলাল চক্রবর্তী

বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ – ২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। রবীন্দ্রনাথ তাঁকে বাংলা গীতিকাব্য ধারার ‘ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। এই পোস্টে বিহারীলাল সম্পর্কিত নানা প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।

বিহারীলাল চক্রবর্তী

১। কোন কবির কাব্যে প্রথম আত্মনিষ্ট প্রকৃতিচেতনার পরিচয় পাওয়া যায়?
উঃ বিহারীলাল চক্রবর্তী

২। বিহারীলালকে ‘ভোরের পাখি’ আখ্যায় কে ভূষিত করেন ?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

৩। ‘কবি বিহারীলাল’ – প্রবন্ধটি কার লেখা?
উঃ ঠাকুরদাস মুখোপাধ্যায় (নব্যভারত পত্রিকা)

৪। বিহারীলাল কী নামে নিজের স্বাক্ষর করতেন?
উঃ বেহারীলাল চক্রবর্তী

৫। বিহারীলালের প্রথম রচনা কোনটি? কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ ‘স্বপ্নদর্শন’- এটি গদ্যগ্রন্থ (১৮৫৮), পূর্নিমা পত্রিকা।

৬। কোন পত্রিকা ‘স্বপ্নদর্শন’ -এর ভূয়সী প্রশংসা করে?
উঃ সংবাদ প্রভাকর

৭। বিহারীলালের ‘সঙ্গীতশতক’ (১৮৬২) কাব্যে কতগুলি গান আছে?
উঃ ১০০টি

৮। বিহারীলালের ‘বঙ্গসুন্দরী’ (১৮৭০) কয়টি সর্গ আছে?
উঃ ১০টি।

৯। ‘বঙ্গসুন্দরী’ কাব্যের প্রথম সংস্করণে কয়টি সর্গ ছিল?
উঃ ৯টি। পরে ‘সুরবালা’ নামক সর্গ সংযোজিত হয়।

১০। ‘বন্ধুবিয়োগ’- কাব্যটি কয়টি সর্গে বিভক্ত ও কী কী ?
উঃ ৪ টি – পূর্ণবিজয়, কৈলাস, সরলা ও রামচন্দ্র। (চারটি সর্গে কবি বিহারীলাল ৪ বন্ধু ও প্রথমা পত্নীর বিয়োগ ব্যথা ব্যক্ত করেছেন।

১১। ‘বন্ধুবিয়োগ’- কাব্যটি কোন ছন্দে রচিত?
উঃ পয়ার

১২। ‘বন্ধুবিয়োগ’ কাব্যের কোন সর্গে কবি স্ত্রীর বিয়োগ বেদনা ব্যক্ত করেছেন?
উঃ ‘ সরলা’- নামক সর্গে

১৩। বিহারীলালের ‘নিসর্গ-সন্দর্শন’- কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উঃ অবোধবন্ধু পত্রিকা (১৮৭০)

১৪। ‘নিসর্গ -সন্দর্শন’- কয়টি সর্গে বিভক্ত?
উঃ ৭ টি

১৫। বিহারীলালের ‘সারদামঙ্গল’ (১৮৭৯) কয়টি সর্গে রচিত?
উঃ ৫ টি

১৬। “সারদামঙ্গল অসাধারণ কাব্য”- কার মন্তব্য?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৭। বিহারীলালের ‘সাধের আসন’ (১৮৮৯) কয়টি সর্গে বিভক্ত?
উঃ ১০ টি

১৮। কবির ‘সাধের আসন’ রচনার উদ্দেশ্য?
উঃ কাদম্বরী দেবী (জ্যোতিরিন্দ্রনাথের পত্নী) কবিকে একটি আসন উপহার দেন। সেই উপলক্ষে কবি এই কাব্য লেখেন।

১৯। ‘বিহারীলাল’- প্রবন্ধটি কার লেখা?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২০। বিহারীলালকে ‘কাব্যগুরু’ আখ্যায় ভূষিত করেছেন কে ?
উঃ বিহারীলাল প্রবন্ধে, রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের মক টেস্ট দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *