OMR শীট পূরণের খুটিনাটি
এসএসসি পরীক্ষা শুধু না, যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় OMR শীট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু এখানে উত্তর চিহ্নিত করতে হয় এবং তা কম্পিউটার দ্বারা যাচাই হয়ে থাকে তাই অত্যন্ত সচেতনতার সঙ্গে এই শিটটি ব্যবহার করতে হবে। সামান্য ভুল ত্রুটি আপনার এতদিনের সমস্ত প্রয়াসকে ব্যর্থ করে ফেলতে পারে। তাই এক ঝলক দেখে নিন ঠিক কী কী পূরণ করতে হয় OMR শীটে এবং কিভাবে ?
OMR শীট
১. রোল নম্বর
প্রথমে চৌকো ঘরগুলিতে আপনার রোল নম্বর পূরণ করে দিন সংখ্যায়। এরপর দেখুন, প্রতিটি ঘরের নীচে ০ থেকে ৯ সংখ্যা আছে। আপনার রোল নম্বরের প্রথম সংখ্যা যা ঐ চৌকো ঘরে লিখেছেন সেই সংখ্যা কালো (বা নীল) কালিতে গোল বৃত্তটি ভরিয়ে দিন। এভাবে প্রতিটি গোলবৃত্ত ভরাট করতে হবে। মনে রাখবেন, গোলবৃত্ত ভরাটের সময় কালি যেন বৃত্তের বাইরে না যায়। অত্যন্ত সচেতন থেকে প্রতিটি চৌকো ঘরের নীচে সঠিক সংখ্যার গোলবৃত্ত পূরণ করতে হবে।
২. ভেনু কোড
পরীক্ষার জন্য আপনার যে স্কুল বা কলেজে সিট পড়েছে তার একটা সাংকেতিক নাম বা চিহ্ন থাকে। এটাই ভেনু কোড। চার সংখ্যাবিশিষ্ট এই কোড আগে লিখুন চৌকো ঘরে। একটি ঘরে একটিই সংখ্যা। এরপর আগের নিয়মেই পূরণ করুন নীচের গোলবৃত্তগুলি।
৩. বুকলেট সিরিয়াল নাম্বার
এটি ছয় সংখ্যা বিশিষ্ট। প্রথমে চৌকো ঘরে একটি একটি করে সংখ্যা বসিয়ে পূরণ করুন নীচের গোলবৃত্তগুলি। খেয়াল রাখুন কালি যেন কোনভাবেই বৃত্তের বাইরে না যায়।
৪. সাবজেক্ট কোড
দুই সংখ্যাবিশিষ্ট এই সংখ্যা আগে লিখুন চৌকো ঘরে। তারপর পূর্বে বলা নিয়ম অনুসারে পূরণ করুন গোলবৃত্তগুলি।
আরও পড়ুন
৫. ক্যাটেগরি
আপনি জেনারেল, এসসি, এসটি ওবিসি ইত্যাদি ক্যাটেগরিভুক্ত কিনা জানতে চাওয়া হচ্ছে এই কলামে। আপনার ক্যাটেগরি অনুসারে পূরণ করুন নির্দিষ্ট বৃত্তটি। অনেকে জিজ্ঞেস করছেন টিক মার্ক হবে কিনা ? উত্তর না। মনে রাখবেন সব বৃত্তই পূরণ করতে হবে।
৬. জেন্ডার
আপনি পরীক্ষার্থী হিসেবে পুরুষ না মহিলা তা বিচার করছে এই কলাম। পুরুষ হলে Male লেখার পাশে গোলবৃত্তটি পূরণ করুন। মহিলা হলে Female লেখার পাশে গোলবৃত্তটি পূরণ করুন।
৭. মিডিয়াম
আপনি পরীক্ষা দিচ্ছেন কোন মাধ্যমের জন্য ? যে মাধ্যম আপনি বেছে নিয়েছেন তার পাশে গোলবৃত্তটি পূরণ করুন।
আরও দেখুন
৮. এতক্ষণ আপনি যা করলেন তাতে আপনার সাধারণ পরিচিতি সম্পূর্ণ হয়ে গেল। এরপর আট নম্বর কলাম যা আপনার ভবিষ্যত নির্ণায়ক। এই কলামে ৫৫ টি জায়গায় আপনাকে গোলবৃত্ত পূরণ করতে হবে। আপনি যে পরপর উত্তর করবেন এমন নাও হতে পারে। আপনি হয়তো প্রথমে ৩ নং প্রশ্নের উত্তর করছেন । এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে OMR সিটে 3 লেখার পাশে A B C D এর মধ্যে একটি ঘর পূরণ করতে হবে। যেন কোনভাবেই আপনার কলম অন্য কোন উত্তরের পাশে থাকা A B C D র কোন একটি ঘর পূরণ করতে উদ্যত হয়। অর্থাৎ আমি বলতে চাইছি প্রশ্নপ্রত্রের যে সংখ্যক প্রশ্নের আপনি উত্তর করতে চলেছেন, OMR সিটে সেই সংখ্যক উত্তরের সঠিক অপ্সনের ঘর বা গোলবৃত্ত যেন আপনি পূরণ করছেন – এই বিষয়ে সচেতন থাকেন।
কোনভাবেই তাড়াহুড়ো করবেন না। একবার বৃত্তে গোলদাগ দিতে শুরু করে আপনি খেয়াল করলেন, যাহ ! এটা তো নয়, পাশেরটা হত, বা আগেরটা হত। কিচ্ছু করার নেই। আপনি তখন কী করবেন ? ঐ দাগ মোছার উপায় নেই। তাহলে কি যেটা সঠিক তাতে পুনরায় গোল দাগ দিয়ে পূরণ করবেন ?
তাহলে?
না। এমনটা করলে উত্তরপত্র বাতিল হতে পারে। কাজেই উপায় একটাই, সচেতন থাকা। ভুল বৃত্তে দাগ দিয়ে ফেললে তা কোনভাবেই মোছার বা তুলে ফেলার (যেমন ব্লেড বা ঐ জাতীয়) চেস্টা করবেন না। এতে উত্তরপত্র ক্ষতিগ্রস্ত হয়। কম্পিউটার ক্ষতিগ্রস্ত পত্র গ্রহণ করবে না। আপনার উত্তরপত্র বাতিল হয়ে যেতে পারে। পরীক্ষা হলে টেনসন ফ্রী থাকুন। টেনসন আপনাকে কুপথে চালনা করতে পারে। অপ্সন নির্বাচনে ভুল হয়ে যেতে পারে।
অ্যাডমিট সহ উত্তরপত্রে যেখানে যেখানে আপনার সই প্রয়োজন করবেন।
OMR সিট যা আপনি পেয়েছেন তা কোথাও ছেঁড়া, কাটা বা অন্যকোনভাবে ক্ষতিগ্রস্ত কিনা যাচাই করে নিন।
ক্যালকুলেটর, মোবাইল বা ঐ জাতীয় কিছু নিয়ে যাবেন না। মোবাইল সঙ্গে থাকলেও তা সুইচ অফ করে রাখুন পরীক্ষা হলে।
পরীক্ষা হলে আপনার ফোকাস থাকুক শুধুমাত্র পরীক্ষার প্রতি। একটু সচেতনতা আর একাগ্রতা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে সন্দেহ নেই। প্রতিটি পরীক্ষার্থীকে “টার্গেট এসএসসি বাংলা” টিমের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানাই। সকলের সফলতাই আমাদের কাম্য।