উপন্যাস ও ছোটোগল্পে রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ বাংলা কথাসাহিত্যের এমনি এক ব্যক্তিত্ব যার ‘দানের মাটি’তে নানা ‘সোনার ফসল’ ফলেছে। বাংলা কথাসাহিত্যের রূপ পরিপূর্ণ হতে পেরেছে তাঁর অবদানে।
আমরা এই প্রছদে রবীন্দ্রনাথের উপন্যাস ও ছোটগল্প থেকে নানা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। মূলত এই আলোচনা টার্গেট বাংলা গ্রুপের সদস্যদের রবীন্দ্র সাহিত্য ভিত্তিক আলোচনার নির্যাস। আমরা আলোচনায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই।
1) “মরিয়া প্রমাণ করিল সে মরে নাই” – কোন গল্পের অংশ ?
উঃ- জীবিত ও মৃত ।
2) রবীন্দ্রনাথের দুটি সামাজিক ছোটোগল্পের নাম লিখ ।
উঃ- ‘দেনাপাওনা’ ও ‘শাস্তি’ ।
3) রবীন্দ্রনাথ কোন গল্পের জন্য “কুন্তলীন” পুরস্কার পান ?
উঃ- ‘কর্মফল’ ।
4) রবীন্দ্রনাথ ‘ঘট’ শব্দটির দুটি অর্থ করেছেন । কী কী ?
উঃ- ‘কপাল’ বা ‘ভাগ্য’ এবং ক্বচিৎ দেহাধার অর্থাৎ শরীর ।
5) মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনি নিয়ে লেখা রবীন্দ্রনাথের ছোটো উপন্যাসটির নাম কী ?
উঃ- মালঞ্চ ।
6) অতিথি গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় ?
উঃ- সাধনা পত্রিকায় , ১৩০২ বঙ্গাব্দে ৷
7) রবীন্দ্রনাথের “শোধবোধ” কোন গল্পের নাট্যরূপ ?
উঃ- কর্মফল ।
8) রবীন্দ্রনাথের বর্ষার একটি গান “বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা / কোন্ বলরামের আমি চেলা”—- এখানে ‘বলরাম’ কে ?
উঃ- এখানে পুরাণের বলরামকেই স্মরণ করেছেন কবি ।
9) সম্পূর্ণ চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস কোনটি ?
উঃ- ঘরে-বাইরে ।
10) রবীন্দ্রনাথের লেডি কিলার কোন চরিত্র ?
উঃ- সন্দীপ ।
11) মেয়ের সন্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম।কোন উপন্যাসে বলেছেন ?
উঃ- যোগাযোগ ।
12) রবীন্দ্রনাথ তার একটি প্রবন্ধে ‘লোপত্র’ শব্দ ব্যবহার করেছেন। ‘লোপত্র’ অর্থ বলুন ?
উঃ- চোরাই দ্রব্য ।
13) কোন উপন্যাসের পূর্ব নাম ছিল ‘তিনপুরুষ’ ?
উঃ- যোগাযোগ-র ।
14) “আমরা মায়াবিনীর জাত ।” কোন উপন্যাসে বলা হয়েছে ? কে বলেছে ?
উঃ- চোখেরবালি (উপন্যাস) বিনোদিনী ( বক্তা) ।
15) “পৃথিবীতে কে কাহার” কোন রচনার ?
উঃ- পোষ্টটমাস্টার ।
16) ‘মাংপবী’ এই নামে রবীন্দ্রনাথ কাকে সম্বোধন করতেন ?
উঃ- মৈত্রেয়ী দেবী ।
17) ‘ঘরেবাইরে’ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় ?
উঃ- প্রমথ চৌধুরী ।
18) ‘গোরা’ উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয় ?
উঃ- রথীন্দ্রনাথ ঠাকুর ।
19) ‘বউ ঠাকুরানীর হাট’ কাকে উৎসর্গ করা হয় ?
উঃ- দিদি সৌদামিনী দেবী কে ।
20) অমূল্য রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ?
উঃ- ঘরে বাইরে ।
21) ‘বউ ঠাকুরাণীর হাট’ উপন্যাসের নাট্য রূপ কে দেন ?
উঃ- কেদারনাথ রায়চৌধুরী ।
22) বিভা ও অভিক এর প্রণয় কাহিনী কোন গল্পে আছে ?
উঃ- রবিবার ।
23) কোন দুটি গল্পে পত্র জাতীয় রীতি ব্যবহৃত হয়েছে ?
উঃ- ‘রবিবার’ এবং ‘স্ত্রীরপত্র’ ।
24) গোরার মায়ের নাম কী ?
উঃ- আনন্দময়ী ।
25) গোরার পালিত পিতার নাম কী ?
উঃ- মহিমবাবু ।
26) ‘চতুরঙ্গ’ উপন্যাসে বৈষ্ণব ধর্মগুরুর নাম কী ?
উঃ- লীলানন্দ ।
27) সাধনা পর্বের গল্পগুলো লেখার সময় লেখকের বয়স কত ছিল ?
উঃ- ৩০ বছর ।
28) “গুপ্তধন “গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উঃ- বঙ্গভাষা ।
29) রবীন্দ্রনাথের কোন উপন্যাসে কোনো ছেলের চরিত্র নেই ?
উঃ- করুণা ।
30) নারী স্বাধীনতা ও নারীমুক্তির গল্প কোনটি ?
উঃ- স্ত্রীর পত্র ।
31) কোন উপন্যাসে বলেছেন মেয়েরা দুই জাতের?…… এবং কী কী?
উঃ- দুইবোন । জয়া আর জননী ।
32) উত্তমপুরুষীয় রীতিতে রবীন্দ্রনাথের কোন গল্প রচিত হয়েছে ?
উঃ- বলাই ।
33) স্বসম্পাদিত নবপর্যায় এর বঙ্গদর্শন এ প্রকাশিত রবীন্দ্রনাথের একটি ছোটোগল্পের নাম লিখ ।
উঃ- নষ্টনীড় ।
34) রবীন্দ্রনাথের দুটি ইতিহাসের কাহিনী নির্ভর ছোটগল্প কি ?
উঃ- দালিয়া ও জয়পরাজয় ।
35) “ভিখারিনী” গল্পটি কয়টি পরিচ্ছেদে বিভক্ত ?
উঃ- ৫টি ।
36) নারীর মধ্যে যে একই সাথে কল্যাণী ও অলক্ষ্মী রূপ থাকতে পারে,তা কোন রবীন্দ্র উপন্যাসে লক্ষ্য করা যায় ?
উঃ- দুই বোন ।
37) রবীন্দ্রনাথ এর দুটি ছদ্মনাম লেখ।
উঃ- ভানুসিংহ এবং আননাকলি পাকরাশি ।
38) চোখের বালি উপন্যাস কোন পত্রিকায় ছাপা হয় ?
উঃ- নবপযায় বঙ্গদশন ।
39) রবীন্দ্রনাথের দুটি রাজনৈতিক কাহিনী নির্ভর ছোটগল্প কি ?
উঃ- রাজটীকা ও দানপ্রতিদান ।
40) রবীন্দ্রনাথ এর প্রথম উপন্যাস কী ?
উঃ- করুণা ।
41) চোখের বালি উপন্যাস কোন পত্রিকায় প্রককাশিত হয় ?
উঃ- নবপর্যায় বঙ্গদর্শন ।
42) নীরজা , সরলা কোন উপন্যাসের চরিত্র ?
উঃ- মালঞ্চ ।
43) রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি কয়েকটি ছোটগল্প আকারে পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কোন পত্রিকায় ?
উঃ- চতুরঙ্গ ।
44) বিসজন নাটকের উৎস কী ?
উঃ- রাজর্ষি
45) রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত অসমাপ্ত গল্পটি কী ?
উঃ- মুসলমানির গল্প ।
আরও পড়ুন
46) তাসের দেশ নাটকটি কত সালে লেখা ?
উঃ- ১৯৩৩ সালে ।
47) রাশিয়ার চিঠি কত সালে লেখা ?
উঃ- ১৯৩১ সালে ।
48) রবীন্দ্র রচিত প্রথম উপন্যাস কোনটি? কার অনুরোধে রচনা করেন ?
উঃ- করুণা । কাদম্বরী দেবী-র ।
50) রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থবদ্ধ উপন্যাস কোনটি ?
উঃ- বউ ঠাকুরাণীর হাট ।
51) রবীন্দ্রনাথের এমন একটা উপন্যাসের নাম বলো, যেখানে “রবীন্দ্রযুগ” নতুন ভাবে ফিরে এসেছিল ?
উঃ- শেষের কবিতা ।
52) শেষলেখা কাব্যটি কত সালে লেখা হয় ?
উঃ- ১৯৪১ সালে ।
53) সোনারতরী কাব্য কত সালে লেখা ?
উঃ- ১৮৯৪ সালে ।
54) ভার্জিনিয়া উল্ফের শর্ত অনুযায়ী বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্তিক উপন্যাস কোনটি ?
উঃ- চতুরঙ্গ ।
55) রাজর্ষি উপন্যাসের নাট্যরুপ এর নাম কি ?
উঃ- বিসর্জন ।
56) বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়।- এই কথাটি রবীন্দ্রনাথ কোন নাটকে বলতে চেয়েছেন ?
উঃ- চিরকুমার সভা ।
57) রবীন্দ্রনাথের তিনসঙ্গী অন্তর্গত গল্প গুলি কি কি ?
উঃ- রবিবার , শেষকথা , ল্যাবরেটারি ।
58) রবীন্দ্রনাথের প্রথম পর্বের গল্প গুলি কি কি ?
উঃ- দেনাপাওনা, পোস্টমাস্টার , একরাত্রি , কঙ্কাল, রামকানাই এর নির্বুদ্ধিতা, খোকাবাবুর প্রত্যাবর্তন ।
59) এলা কোন উপন্যাস এর চরিত্র ?
উঃ- চার অধ্যায ।
60) অবৈধ সম্পর্কের টানাপোড়েন দেখানো হয়েছে এমন কয়েকটি রবীন্দ্র উপন্যাসের নাম উল্লেখ করুন ? উঃ- চোখের বালি, ঘরে বাইরে, নৌকাডুবি ।
61) চোখের বালি শুধু যে শ্রেষ্ঠ উপন্যাস তাহাই নহে। ইহা বাংলা সাহিত্যে যুগান্তর আনিয়াছিল”- কে বলেছেন কথাটি ?
উঃ- সুবোধচন্দ্র সেনগুপ্ত ।
62) রাজর্ষি উপন্যাসের কাহিনী তে কোন রাজ্যের কথা আছে ?
উঃ- ত্রিপুরা ।
63) রাজা প্রতপদীত্য এর কাহিনী কোন উপন্যাস এ আছে ?
উঃ- বউ ঠাকুরাণীর হাটে ।
64) রবীন্দ্রনাথের কোন উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত হয়নি ? উপন্যাস টি কোন প্রত্রিকায প্রকাশিত হয় ?
উঃ- করুণা , ভারতী ।
65) কোন প্রাশ্চাত্য লেখকের সৃষ্ট চরিত্রের সংগে রবীন্দ্রনাথের ‘সুভা ‘চরিত্রের সাযুজ্য লক্ষ্য করা যায় ?
উঃ- ওয়ার্ডসওয়ার্থের “লুসি” ।
66) রাজীবলোচন ” চরিত্রটি রবিন্দ্রনাথের কোন ছোটগল্পের ?
উঃ- মহামায়া গল্পে ।
67) রবীন্দ্রনাথের ইতিহাস আশ্রিত দুটি উপন্যাস এর নাম লিখ ।
উঃ- বউঠাকুরানীর হাট ও রাজর্ষি ।
68) রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি ?
উঃ- চার অধ্যায় ।
69) রবীন্দ্রনাথ কত বছর বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেন ?
উঃ- 4 বছর ৷
70) চোখেরবালি উপন্যাসে কটি চিঠির উল্লেখ আছে ?
উঃ- ১৫ টি মতান্তরে ১৬ টি ৷
71) রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কোনটি ?
উঃ- ২২ শে শ্রাবণ ।
72) বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কোনটি ?
উঃ- ভিখারিণী ।
73) কোনটি রবীন্দ্রনাথের রচনা নয় ?
উঃ- শেষ প্রশ্ন ।
74) ‘চতুরঙ্গ’গ্রন্থ একটি —
উঃ- উপন্যাস ।
75) মহেন্দ্র ও বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র ?
উঃ- চোখের বালি ।
76) চলিত রীতিতে লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ?
উঃ- ঘরে-বাইরে ।
77) আজ তোমায় দেখতে এলেম অনেক দিনের পরে। – এই গানটি কোন উপন্যাসে আছে ?
উঃ- বউঠাকুরাণীর হাট ।
78) কার অনুরোধে রবীন্দ্রনাথ ‘বঙ্গদর্শন ‘পত্রিকা সম্পাদনা করেন ?
উঃ- শ্রীশচন্দ্র মজুমদার ।
79) “চারটি আখ্যানের মালা হল চতুরঙ্গ ‘ – চারটি আখ্যান কি কি ?
উঃ- জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস ।
80) কাব্যধর্মী ও রোমান্স আশ্রিত উপন্যাস কোনটি ?
উঃ- শেষের কবিতা ।
81) আনন্দবাজার পত্রিকায় রবিঠাকুরের কোন গল্পগুলি প্রকাশিত হয় ?
উঃ- রবিবার , ল্যাবরেটারি , প্রগতি , সংহার ।
82) চারুশশী কোন গল্পের চরিত্র ?
উঃ- অতিথি গল্পের ।
83) চোখেরবালি উপন্যাসের পূর্ব নাম কী ছিল ?
উঃ- বিনোদিনী ।
84) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ছোটগল্প কোনটি ?
উঃ- ঘাটের কথা ও রাজপথের কথা ।
85) করুনা কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উঃ- ভারতী ।
86) ‘আকারে বড় হলেও প্রকারে গল্প এমন দুটি রবীন্দ্রনাথের ছোটগল্পের নাম উল্লেখ করো ?
উঃ- নষ্টনীড় , হালদার গোষ্ঠী ।
87) 1311 বঙ্গাব্দে রবীন্দ্রনাথের কোন গল্পটি হিতবাদী গ্রন্থাবলীতে উপন্যাস বলে সংকলিত হয়েছিল ?
উঃ- চিরকুমার সভা ।
88) কোন উপন্যাস বাউল গান দিয়ে শুরু হয়েছে ?
উঃ- গোরা ।
89) রবীন্দ্রনাথের সৃষ্ট একটি টাইপ চরিত্র উপন্যাসের কী ?
উঃ- বিহারী ।
90) চোখের বালি রচনার কত বছর পরে নৌকাডুবি উপন্যাস রচনা করেন ?
উঃ- আড়াই বছর পর ।
সংগ্রাহক – সাহেব দাঁ