কবিতা কী ? কবিতার উদ্দেশ্য কী ?
কবিতা কী ? কাব্য বা সাহিত্য সৃষ্টির উদ্দেশ্যই বা কী ? – এ সম্পর্কে নানা জনে নানা কথা বলেছেন। মোটামুটি কবিতা বা কাব্যসৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমাদের সবার কমবেশি একটা ধারণা আছে। তবু কবিতা কী ? বা কাব্য রচনার উদ্দেশ্য নিয়ে বিখ্যাত ব্যক্তিরা কে কী বলেছেন আমরা এই পোস্টে একঝলক দেখে নেওয়ার চেষ্টা করব।
১] সংস্কৃত আলংকারিক আনন্দবর্ধন বলেছেন –
“সুহৃদয় হৃদয়াহ্লাদি শব্দার্থময়ত্বমেব কাব্য লক্ষণম্ ধ্বন্যালোক” অর্থাৎ যে প্রকার শব্দার্থময় রচনা দ্বারা সহৃদয়ের হৃদয়ে আহ্লাদ (আনন্দ) জন্মায় তাই হল কাব্যের লক্ষণ।
২] আচার্য বামন বলেছেন –
“রীতিরাত্মা কাব্যস্য । বিশিষ্ট পদরচনা রীতিঃ। বিশেষো গুণাত্মা” অর্থাৎ কবিতার আত্মা হল তার রীতি। পদ রচনার বিশেষ রীতিই হল কবিতার আত্মা।
৩] আলংকারিক অভিনব গুপ্ত বলেছেন –
“কাব্যসাত্মা ধ্বনি” অর্থাৎ ধ্বনিই হল কবিতার আত্মা।
৪] কবিরাজ জগন্নাথ বলেছেন –
“রমণীয়ার্থ প্রতিপাদকঃ শব্দঃ কাব্যম্” অর্থাৎ যে শব্দ রমণীয় তাইই কাব্য।
৫] মহাকবি কালিদাস বলেছেন –
কবিতা যেন ‘অর্ধনারীশ্বর’ অর্থাৎ তার মধ্যে আছেন দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী। এই মহাদেব হলেন কাব্যের ব্যঞ্জনা আর পার্বতী হলেন কাব্যের দেহ অর্থাৎ শব্দ ।
৬] আলংকারিক ভামহের মতে –
শব্দ ও অর্থের সমন্বয়ই হল কাব্য।
৭] আলংকারিক কুন্তক বলেছেন –
কবিতা হল এমন এক প্রকার রচনা যাতে শব্দ আর অর্থ, ধ্বনি আর ব্যঞ্জনার সংশ্লেষ ঘটে।
৮] রবীন্দ্রনাথ বলেছেন –
“নিজের প্রাণের মধ্যে, পরের প্রাণের মধ্যে ও প্রকৃতির প্রাণের মধ্যে প্রবেশ করিবার ক্ষমতাকেই বলি কবিত্ব।”
৯] সাহিত্য সম্রাট বংকিমচন্দ্র বলেছেন –
“সৌন্দর্য সৃষ্টিই হল কাব্যের উদ্দেশ্য”
১০] এযুগের কবি মোহিতলাল মজুমদার বলেছেন –
“কাব্যলক্ষ্মীর সঙ্গে আত্মার রতিসুখ সম্ভোগকালের রস মূর্ছিত মানবের ভাববিধুর গদগদ ভাবই কবিতা”
১১] পাশ্চ্যাত্তের ডঃ স্যামুয়েল জনসন বলেছেন –
কবিতা হল metrical Composition বা ছন্দোবদ্ধ রচনা।
১২] দার্শনিক কার্লাইল বলেছেন –
কবিতা হল এক প্রকার ‘Musical Note’
১৩] বিখ্যাত কবি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন –
“Poetry is the spontaneous overflow of powerful feelings” অর্থাৎ কবিতা হল দুর্নিবার আবেগের স্বতস্ফূর্ত প্রকাশ
১৪] বিখ্যাত কবি কীটস বলেছেন –
“Beauty is truth, truth is beauty” অর্থাৎ সত্য ও সুন্দরের মিলনই হল কবিতা।
১৫] বিখ্যাত কবি স্যামুয়েল টেলর কোলরিজ বলেছেন –
“Poetry – the best words in their best order” অর্থাৎ কবিতা হল শ্রেষ্ঠ শব্দগুচ্ছের শ্রেষ্ঠ বাণীরূপ।
১৬] সাহিত্যিক এডগার অ্যালান পো বলেছেন –
কবিতা হল “the rhythmic creation of beauty”
১৭] বিশিষ্ট কবি শেলী বলেছেন –
“Poetry is the general sense may be defined as the expression of the imagination” অর্থাৎ কল্পনার অভিব্যক্তিই হল কবিতা।
১৮] বিশিষ্ট কবি ও সমালোচক ওয়াটস ডানটন বলেছেন –
কবিতা হল ‘artistic expression of the human mind’ অর্থাৎ ছন্দোবদ্ধ ভাষায় মানবমনের শিল্পিত প্রকাশই হল কবিতা।