বাংলা প্রশ্নোত্তর

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য

টার্গেট বাংলা ফেসবুক গ্রুপে আলোচিত কথাসাহিত্যের উপর যেসমস্ত প্রশ্নোত্তর এসেছে তা গ্রুপের পক্ষ থেকে একত্রিত করা হয়েছে – প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য । বাংলা সাহিত্যের ছাত্রছাত্রী তথা বাংলা সাহিত্যানুরাগীদের উদ্দেশ্যে সেই সমস্ত প্রশ্নোত্তর আমাদের এই পেজে আপলোড করা হল। এখানে আপনি পাবেন ২২৮ টি প্রশ্নোত্তর।

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য

কথাসাহিত্য বাংলা সাহিত্যের একটি সবিশেষ দিক। এই প্রচ্ছদে আমরা আলোচনা করেছি কথাসাহিত্যের নানা প্রশ্নোত্তর নিয়ে। বাংলা সাহিত্যের ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরগুলি কাজে লাগবে আশা করি।

১)’কাল তুমি আলেয়া’ -রচয়িতা কে?
উত্তরঃ বুদ্ধদেব বসু
২)’মন্দির’ গল্পটি কি ছদ্মনামে লেখা ?
উত্তরঃ অনিলা দেবী
৩) বঙ্কিমচন্দ্রের অনু উপন্যাসের নাম কি ?
উত্তরঃ যুগলাঙ্গরীয়
৪) নীলদর্পন নাটকে দীনবন্ধু কোন ছদ্মনাম দিয়েছিলেন?
উত্তরঃ কেনচিৎ পথিকেনম্‌
৫) শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের প্রকাশ কাল কত?
উত্তরঃ ১৯২৭
৬) নঞ তৎপুরুষ “ রচয়িতা কে?
উত্তরঃ বনফুল
৭) দ্বিতীয় জন্ম “ উপন্যাস টি কার লেখা?
উত্তরঃ অসীম রায়
8) বাংলাদেশের ২ জন কথা সাহিত্যিকের নাম কি? তাদের বিখ্যাত লেখা?
উত্তরঃ সমরেশ মজুমদার ,হুমায়ুন আহামেদ
৯) শেষ প্রশ্ন” কার লেখা ?
উত্তরঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়
১০) “ন হন্যতে “ কার লেখা ?
উত্তরঃ মৈত্রেয়ী দেবী

১১) কথা সাহিত্য কে প্রধাণত কতগুলি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ টি
১২) জাগরী উপন্যাসের নায়ক কে?
উত্তরঃ বিলু
১৩) কিনু গোয়ালার গলি “ কার লেখা ?
উত্তরঃ সন্তোষ কুমার ঘোষ
১৪) সমরেশ বসুর প্রথম সার্থক উপন্যাস ?
উত্তরঃ বিটি রোডের ধারে
১৫) বঙ্কিমচন্দ্রের কাব্য ধর্মে রচনার নাম কি?
উত্তরঃ ললিত তথা মানস
১৬) পটলডাঙ্গার পাঁচালী “ রচযিতা কে?
উত্তরঃ মনীষ ঘটক
১৭) তারাশঙ্করের জীবনী মূলক উপন্যাসের নাম কি?
উত্তরঃ ধাত্রী দেবতা
১৮) বাংলা মোপাঁসা “ নামে কোন গল্পকার পরিচিত?
উত্তরঃ প্রভাতকুমার মুখোপাধ্যায়
১৯) “দেখি নাই ফিরে “ কার লেখা অসমাপ্ত জীবনী উপন্যাস?
উত্তরঃ সমরেশ বসু
২০) “ঘরে বাইরে “ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তরঃ সবুজ পত্র

২১) চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের একটি উপন্যাসের নাম লেখো ?
উত্তরঃ ঘরে বাইরে
২২) “দৃষ্টিপাত “ উপন্যাস এর রচয়িতা কে?
উত্তরঃ যাযাবর
২৩) বাংলা সাহিত্যের কথাসাহিত্যে প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাসের নাম কি?
উত্তরঃ রাজসিংহ
২৪) “গড় দ্বিখণ্ড’ কার লেখা ?
উত্তরঃ অমিয়ভূষণ
২৫) “অনঙ্গমোহন“ কার কি জাতীয় কাব্য ?
উত্তরঃ আদি রসাত্মক, অক্ষয়কুমার দত্ত

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ২

২৬) ঘুষ, মাথা ধরা গল্প গুলির রচয়িতা কে ?
উত্তরঃ আশাপূর্ণা দেবী
২৭) রবি ঠাকুরের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তরঃ করুণা
২৮) “ঘরে বাইরে” রাজনৈতিক পটভূমি ?
উত্তরঃ বঙ্গভঙ্গ আন্দোলন
২৯) বিভূতিভূষণ এর জীবনী মূলক উপন্যাসের নাম কি?
উত্তরঃ “পথের পাঁচালী”
৩০) শরৎচন্দ্রের জীবতকালে লেখা শেষ উপন্যাস কোনটি?
উত্তরঃ শেষের পরিচয়

৩১) রবীন্দ্রনাথের প্রথম ছোটোগল্প কোনটি?
উত্তরঃ ভিখারিনী
৩২) জাগরী উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা ?
উত্তরঃ চারটি
৩৩) রবি ঠাকুরের শেষ উপন্যাসের কি ?
উত্তরঃ চার অধ্যায়
৩৪) বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ?
উত্তরঃ দূর্গেশনন্দিনী
৩৫) “হাজার চুরাশির মা “ কার লেখা ?
উত্তরঃ মহাশ্বেতা দেবী

৩৬) কালিকানন্দ অবধূতের “মরুতীর্থ হিংলাজ” উপন্যাসে তীর্থযাত্রীদের কোথা থেকে কোথায় যাবার বিবরণ আছে?
উত্তরঃ করাচি থেকে হিংলাজ
৩৭) “মীরকাশিম“ চরিত্র টি বঙ্কিম চন্দ্রের কোন উপন্যাসে রয়েছে?
উত্তরঃ চন্দ্রশেখর
৩৮) “মহেশ“ গল্পের গ্রামের নাম কি?
উত্তরঃ কাশীপুর
৩৯) ‘ধনপতি সিংহল যাত্রা “ কার লেখা?
উত্তরঃ রাম কুমার মুখোপাধ্যায় ।
৪০) যোগাযোগ “ উপন্যাসের পূর্ব নাম কি?
উত্তরঃ তিনপুরুষ

৪১) ফটিকের চরিত্র কোন গল্পের?
উত্তরঃ ছুটি
৪২) “মিউটিনি” কার লেখা?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী
৪৩) “দুই বোন উপনযাসে দুই বোনের নাম ?
উত্তরঃ শর্মিলা ও উর্মিলা
৪৪) কোন উপন্যাসের জনয তারাশঙকর জঙানপীঠ পুরুষ্কার পান?
উত্তরঃ গণদেবতা
৪৫) “নীলকণ্ঠ পাখির খোঁজে “ ঔপন্যাসিক হলেন?
উত্তরঃ অতীন বন্দোপাধ্যায়
৪৬) ‘তেলেনা পোতা “ যেতে কখন রওনা হতে হবে?
উত্তরঃ পড়ন্ত বেলায় বিকালে
৪৭ ) “অভয়ের বিয়ে “ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ পরেশ সেনগুপ্ত
৪৮) মহাকালের রথের ঘোরা “ উপন্যাসের কার রচনা ?
উত্তরঃ সমরেশ বসু
৪৯) পল্লীসমাজ উপন্যাসে কোন গ্রামের চিত্র পরিস্ফুট হয়েছে?
উত্তরঃ কুঁয়াপুর
৫০) “রাজসিংহ” উপন্যাসের কত তম সংস্করণ আমরা পড়ি?
উত্তরঃ চতুর্থ

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৩

৫১) “চেনা মহল “ কার লেখা?
উত্তরঃ নরেন্দ্রনাথ মিত্র
৫২) মহাকালের রথের ঘোরা “ উপন্যাসের কি জাতীয় রচনা ?
রাজনৈতিক
৫৩) সানাই “ উপন্যাস্টি কার লেখা?
উত্তরঃ সঞ্জীব চট্টোপাধ্যায়
৫৪) দীনবন্ধু , জগবন্ধু , জীবন চরিত্র গুলি পিতা পুত্র কন উপন্যাসে ?
উত্তরঃ আরোগ্য নিকেতন
৫৫) এখন হৃদয়” কার লেখা উপন্যাস?
উত্তরঃ সুচিত্রা ভট্টাচার্য
৫৬)‘পদ্মা ন্দীর মাঝি “ কোন পত্রিকায় য় প্রকাশিত হয়?
উত্তরঃ পূর্বাসা
৫৭) পুতুল নাচের ইতিকথা “ কোন গ্রামের কথা উল্লেখ আছে?
উত্তরঃ গাওদিয়া
৫৮) জাগরী “ উপন্যাসের ইংরাজি অনুবাদ কে করেন?
উত্তরঃ লীলা রায়
৫৯) মাধবী লতা “ রচয়িতা কে ?
উত্তরঃ সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
৬০) ধাত্রীদেবতা“ উপন্যাসের পূর্ব নাম ?
উত্তরঃ জমিদারের মেয়ে

৬১) “মাধবী কঙ্কন“ এর রচয়িতার নাম?
উত্তরঃ রমেশ চন্দ্র দত্ত
৬২) “চৈতালী“ কাব্য কত সালে প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৯৬
৬৩) নিশিকুটুম্ব“ উপনযাস কার লেখা?
উত্তরঃ মনোজ বসু
৬৪) মা কি ছিলেন, কি হয়েছেন – কোন উপন্যাসের উক্তি ?
উত্তরঃ ধাত্রীদেবতা
৬৫) নবারুণ ভট্টাচার্য কত সালে সাহিতয একাডেমী পুরস্কার পান?
উত্তরঃ ১৯৯৭
৬৬) “পালি সমাজ“ নাটকের নাট্যরূপের নাম ?
উত্তরঃ রোমা ১৯২৮
৬৭) “হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান” কার লেখা?
উত্তরঃ শক্তি চট্টোপাধ্যায়
৬৮) “হলাপেকে “ চরিত্র তি কোন উপন্যাসে আছে?
উত্তরঃ ইছামতী
৬৯) গঙ্গা “উপন্যাসের রচয়িতা ?
উত্তরঃ সমরেশ বসু
৭০) বিষ্টুচরণ “ কোন উপন্যাসের চরিত্র ?
উত্তরঃ কোণি

৭১) কার লেখা কোন ত্রয়ী উপন্যাস একত্রে “ নতুন ফসল “ নামের পরিচিত ?
উত্তরঃ ময়ূরাক্ষী – গৃহকপতি – সোমলতা , সরোজ কুমার রায়চৌধুরী এই ত্রয়ী উপন্যাস একত্রে “ নতুন ফসল “ নামের পরিচিত ।
৭২) “নষ্টনীড় “ গল্পটি কি নামে চলচিত্রে হয়?
উত্তরঃ চারুলতা
৭৩) মদীয় আচার্য কার লেখা ?এটি মৌলিক?
উত্তরঃ এটি স্বামী বিবেকানন্দের অনুবাদ গ্রন্থ। মূল “মাই মাস্টার “ গ্রন্থের লেখা ।(১৯০১)
৭৪) কেরী সাহেবের মুন্সী “ নামে কে পরিচিত ?
উত্তরঃ রাম রাম বসু
৭৫) “নির্মোক“ কার লেখা উপন্যাস?
উত্তরঃ বনফুল

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৪

৭৬) জাগরী কার লেখা?
উত্তরঃ লীলা রায় ।
৭৭) মিছিল “ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র
৭৮) বাবুঘাটের কুমারি মাছ “ কার লেখা?
উত্তরঃ লোকনাথ ভট্টাচার্য
৭৯) নীলু , বিলু কোন উপন্যাসে চরিত্র ?
উত্তরঃ জাগরী
৮০) বঙ্কিম চন্দ্রের কোন উপন্যাস রবীন্দ্রনাথ কে ভাবিয়েছিল ?
উত্তরঃ বিষবৃক্ষ

৮১) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি
উত্তরঃ পদ্দিনী উপাখ্যান।
৮২) সুন্দরম্‌” গল্পটি কারলেখা?
উত্তরঃ সুবোধ ঘোষ
৮৩) যারা বৃষ্টিতে ভিজেছিল “ রচয়িতা কে?
উত্তরঃ জয় গোস্বামী
৮৪) ছুটি গল্পের ভাববীজ পূর্ববাংলার কোথায় থাকাকীন সংগ্রহ করেন রবীন্দ্রনাথ।
উত্তরঃ শিলাইদহ
৮৫) লালমাটি উপন্যাস টি কার লেখা?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায
৮৬) ‘তমসাবৃতা’ কার লেখা গল্প
উত্তরঃ সুবোধ ঘোষ
৮৭) বাংলাভাষা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ কথোপকথন
৮৮) স্বর্ণসীতা’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ নারায়ন গঙ্গোপাধ্যায়
৮৯) “জিনিস পড়ে থাকে ।শুধু মানুষ থাকে না ।” কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ চেনামহল
৯০) নীল ময়ূরের যৌবন কার লেখা ?
উত্তরঃ সেলিনা হোসেন

৯১) বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে গীতার নিষ্কামতত্বের প্রয়োগ ঘটিয়েছেন?
উত্তরঃ দেবী চৌধুরাণী
৯২) বিষয়: উপন্যাস
রচয়িতা কে?
১. মানবজমিন
২. মীরার দুপুর
সেই সময়’ কার উপন্যাস
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
৯৩) মহাশ্বেতা দেবীর লেখা দুটি উপন্যাসের নাম বলুন, যেখানে মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য এর কাহিনী প্রাধান্য আছে?
উত্তরঃ ব্যাধখন্ড, বেনেবউ
৯৪) “লম্বকর্ণ ” গল্পের লেখক কে ? এটি কিসের নাম ?
উত্তরঃ পরশুরাম , একটি ছাগল এর নাম
৯৫) ‘মহাকালের রথের ঘোডা’ উপন্যাস্টির রচয়িতার নাম কি
উত্তরঃ সমরেশ বসু
৯৬) লম্বকর্ণ গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ?
উত্তরঃ ভারতবর্ষ
৯৭) তামসী’ উপন্যাসটির রচয়িতা কে
উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী
৯৮) কাচের দরজা কার রচিত উপন্যাস
উত্তরঃ নারায়ন গঙ্গোপাধ্যায়
৯৯) একটি বিজ্ঞান নির্ভর গল্পের উদাহরণ?
উত্তরঃ শয়তানের দীপ, শক্ থেরাপী ।
১০০) বাংলা সাহিত্যে প্রথম যতি চিহ্ন ব্যবহার কারী লেখক হলেন?
উত্তরঃ বিদ্যাসাগর

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৫

১০১) লৌহকপাট কোন ধরনে রচনা ? কার লেখা ?
উত্তরঃ চারুচন্দ্র চক্রবর্তী । কারা উপন্যাস ।
১০২) ‘রহু চন্ডালের হাড়’ কার লেখা?
উত্তরঃ অভিজিত সেন
১০৩) শ্রীকান্ততের ৫ম পর্ব ও ৬ষ্ঠ পর্ব কার লেখা?
উত্তরঃ প্রমথনাথ বিশীর ছোটগল্প
১০৪) ‘হলদে গোলাপ’ এর লেখক কে ?
উত্তরঃ স্বপ্নময় চক্রবর্তী
১০৫) বর্ধমানের দুজন কথা সাহিত্যিকের নাম বলুন?
উত্তরঃ সুকুমার সেন ও সত্যেন্দ্রনাথ দত্ত
১০৬) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য কত সালে ঞ্জানপীঠ পুরষ্কার পান?
উত্তরঃ উত্তর – গণদেবতা – ১৯৬৬
১০৭) গোরা উপন্যাস কে কি “এপিক নবেল” বলা যায়?
উত্তরঃ হাঁ
১০৮) “মধ্যারাত্রির জীবনী “ কার উপন্যাস ?
উত্তরঃ রবি শঙ্কর
১০৯) চিলেকোঠার সেপাই কার লেখা ?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
১১০) ইংরাজি সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তরঃ – পামেলা

১১১) অরণ্যের অধিকার “ কার লেখা “ কি জাতীয় উপন্যাস
উত্তরঃ মহাশেতা দেবী , ঐতিহাসিক
১১২) মনোজ বসুর লেখা কয়েকটি উপন্যাসের নাম বলুন।
উত্তরঃ উ: বনমর্মর, নরবঁাধ, নিশিকুটম্ব।
১১৩) ‘হাজার চুরাশির মা’ উপন্যাসটির জন্য মহাশ্বেতা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান?
উত্তরঃ ১৯৯৬
১১৪) কুরপালা কার লেখা উপন্যাস?
উত্তরঃ রমেশ চন্দ্র সেন
১১৫) আদাব গল্পে কোন বিষয়টি ফুটে উঠেছে?
উত্তরঃ অমানবিক অবস্থা ও পরিবেশেও মানবিকতার কাহিনী।
১১৬) নায়ক নায়িকা বর্জিত একটি উপন্যাসের নাম বলুন?
উত্তরঃ পঞ্চগ্রাম।
১১৭) জাতক কাহিনী কে রচনা করেন?
উত্তরঃ প্রেমাঙ্কুর আতর্থী।
১১8) রাধা তারাশঙ্করের কোন ধরনে উপন্যাস ?
উত্তরঃ ঐতিহাসিক

১১৫) “চাষার মেয়ে “ কার লেখা উপন্যাস?
উত্তরঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
১১৬) কুঞ্চক” চরিত্রটি কার সৃষ্টি?
উত্তরঃ গিরিশ চন্দ্র ঘোষ
১১৭) “দিল্লী কা লাড্ডু” গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়??
উত্তরঃ শনিবারের চিঠি পত্রিকায়।
১১৮ ) প্রথম মহিলা উপন্যাসিক কে? তঁার লিখিত উপন্যাসটির নাম কী?
উত্তরঃ স্বর্ণকুমারী দেবী—-‘দীপনির্বাণ
১১৯) ঘনাদা, টেনিদা, ঋজুদা, ব্রজদা, পিণ্ডিদা, বরদা, মেজদা…… চরিত্র গুলির রচয়িতা হলেন
উত্তরঃ ঘনাদা প্রেমেন্দ্র মিত্র। টেনিদা নারায়ন গঙ্গোপাধ্যায়।
১২০) “আগুণ নিয়ে খেলা “ কার উপন্যাস?
উত্তরঃ অন্নদা শঙ্কর

১২১) ঈশ্বর পৃথিবী ভালোবাসা’ যাঁর আত্মজীবনীমূলক রচনা?
উত্তরঃ শিবরাম চক্রবর্তী
১২২) বাংলা সাহিত্যের সবচেয়ে দীর্ঘ উপন্যাস কোনটি? সেটা কার লেখা?
উত্তরঃ বঙ্গাধিপ পরাজয়” – প্রতাপচন্দ্র ঘোষ।
১২৩) অক্ষর পরিচয়ের বইকে আরও শিশু মনের উপযোগী কর তুলেছেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১২৪) “কে” – এই ছোটগল্পটির রচয়িতা কে?
উত্তরঃ হেমেন্দ্র কুমার রায়
১২৫) “মণিকাঞ্চন “ কার লেখা ?
উত্তরঃ তুলসী লাহিড়ী

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৬

১২৬) হলিগ গোলাপের লেখক ?
উত্তরঃ স্বপ্ন ময় চক্রবর্তী
১২৭) কুহেলিকা “ কার উপন্যাস?
উত্তরঃ নজরুল ইসলাম
১২৮ ) মুর্শিদাবাদের একজন কথা সাহত্যিকের নাম বলুন ?
উত্তরঃ সৈয়দ মুস্তফা সিরাজ
১২৯) কবির কবি” কে ?
উত্তরঃ অমিয় চক্রবর্তী
১৩০) বিবর কার লেখা?
উত্তরঃ সমরেশ বসু
১৩১) “আগুণ পাখি” কার উপন্যাস?
উত্তরঃ হাসান আজিজুল হক
১৩২) রৈবতক কার ছদ্মনাম ?
উত্তরঃ অজিত দত্ত
১৩৩) রবীন্দনাথের শেষ লেখা ছোটোগল্প ?
উত্তরঃ মুসলমানীর গল্প
১৩৪) বাংলা সাহিত্যে কোন প্রখ্যাত কথা সাহিত্যিকের নাম রেণু?
উত্তরঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৩৫) সরস্বতীর পায়ে কাছে কার লেখা?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়

১৩৬) A SHORT STORY IS A STORY THAT CAN BE EASILY READ AT A SINGLE SITTING?
উত্তরঃ উক্তি হ্যাডসন
১৩৭) রমা ও রমেশ “ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ পল্লীসমাজ
১৩৮) কুরপালা “ কার লেখা ?
উত্তরঃ রমেশচন্দ্র সেন , ১৯৪৬
১৩৯) তুঙ্গ ভদ্রার তীরে “ রচয়িতা?
উত্তরঃ শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৪০) এক পেয়ালা চা “ কার রচনা ?
উত্তরঃ জলধর সেন

১৪১) লাল সালু কার লেখা?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ
১৪২) যেন মেঘ ভিতরকার বিদ্যুৎ । এ জন্মে মিটিলনা সাধ , পর জন্মে আমার যেন্তোমারে পাই”
কোন উপন্যাসের উদ্ধৃতি?
উত্তরঃ চতুরঙ্গ
১৪৩) রবীন্দ্রনাথ কে গুরুদেব উপাধি কে দেন?
উত্তরঃ গান্ধীজি
১৪৪) হাজারী ঠাকুর কোন উপন্যাসে?
উত্তরঃ আদর্শ হিন্দু হোটেল
১৪৫) “পাঁক “ কার লেখা?
উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র
১৪৬) জীবনানন্দের একটি উপন্যাস?
উত্তরঃ জলপাইহাটি
১৪৭) “আমি তোমাদের ই লোক” – কার কাব্য ?
উত্তরঃ অমিতাভ ঘোষ
১৪৮) তারাশঙ্করের উপন্যাসের বৈশিষ্ট কি?
উত্তরঃ নতুন পুরাতনের দ্বন্দ্ব
১৪৯) চিত্রগুপ্তের ফাইল “ উপন্যাসটি কার লেখা ?
উত্তরঃ সতীনাথ ভাদুড়ী
১৫০) “পরশুরামের কুঠার “ কার লেখা?
উত্তরঃ সুবোধ ঘোষ

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৭

১৫১) “বাবু বৃত্তান্ত “ কার আত্মজীবনী?
উত্তরঃ সমর সেন
১৫২) “পথেরর পাঁচালী “ কয়টি খন্ড ও কি কি?
উত্তরঃ ৩ টি, আম আঁটির ভেঁপু, অকরুর সংবাদ , বল্লালী বালাই
১৫৩) ছোটোগল্পের কাহিনি তে কে প্রথম বিদেশী জীবন তুলে ধরেছেন?
উত্তরঃ প্রভাত কুমার মুখোপাধ্যায়
১৫৪) “আপার ডিভিশন ওয়ার্ড বাবা “ কোন উপন্যাসের অংশ হতে গৃহীত?
উত্তরঃ জাগরী
১৫৫) ক্লিপিংস্‌ কি?
উত্তরঃ সংক্ষিপ্ত পদ
১৫৬) “বনপলাশী পদাবলী “ কার লেখা “?
উত্তরঃ রমাপদ চৌধুরী
১৫৭) কোনো ঔপন্যাসিক তার উপন্যাসের তিনটি খণ্ডে তন্টি প্ররথক আঙিক – পদ্য , গদ্য ও নাটয্রীতি ব্যবহার করেছেন?
উত্তরঃ বনফুল , মৃগয়া উপন্যাসে
১৫৮) কোন সাহিত্যিক পেন্সিল দিয়েই তার সাহিত্য রচনা করতেন?
উত্তরঃ রাজশেখর বসু
১৫৯) “খাতা” কার লেখা ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৬০) বিতংস” কার লেখা?
উত্তরঃ নারায়ন গঙ্গোপাধ্যায়

১৬১) “ডানা কার লেখা?
উত্তরঃ বনফুল
১৬২) “জলদাঙ্গায়” কার লেখা ব্রাহ্মণকাহিনি ?
উত্তরঃ সৈয়দ মুজতফা সিরাজ
১৬৩) ম্যান ইস বর্ন টু ডাই “ কোন উপন্যাস থেকে নেওয়া?
উত্তরঃ ধাত্রীদেবতা
১৬৪) “বারো হাটের কানা কড়ি “ গল্পের রচ্যতা কে?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়
১৬৫) চর্যাপদ কর্তা কাহ্ন পা কে নিয়ম কে নিয়ে লেখা কাহ্ন উপন্যাস্টির রচয়িতা কে?
উত্তরঃ শিবাশিস মুখোপাধ্যায়
১৬৬) “সিন্ধু পাড়ের পাখি” কার উপন্যাস?
উত্তরঃ প্রফুল্ল রায়
১৬৭) তারাশং কর বন্দোপাধ্যায় বাদ দিয়ে কোন সাহিত্যিক “না” উপন্যাস্টি রচনা করেন?
উত্তরঃ অন্নদাশংকর রায়
১৬৮) বাংলা ছোটো গল্পের ধারায় কোন গল্পের রচনায় ইন্টেলেকচুয়ালিটি ব্যাপার বেশি করে লক্ষ করা যায়?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৬৯) “লালুসালু” উপন্যাসটি ইংরেজি অনুবাদ কোনটি?
উত্তরঃ TREE WITHOUT ROOTS
১৭০) “তিস্তাপুরাণ “ কার লেখা উপন্যাস?
উত্তরঃ জীবেশ রায়

১৭১) ন হন্যতে কার রচনা ?
উত্তরঃ মৈত্রেয়ী দেবী
১৭২) “একমুঠো’ এই কাব্যটি কার লেখা ?
উত্তরঃ অমিয় চক্রবর্তী
১৭৩) বাংলায় প্রথম আঞ্চলিক উপন্যাস কোনটি?
উত্তরঃ কয়লাকুঠির দেশ
১৭৪) “রৈবতক “ কার মহাকাব্য এবং কার ছদ্মনাম ?
উত্তরঃ নবীন চন্দ্র ও অজিত দত্ত
১৭৫) পদ্মরাগ উপন্যাস কার লেখা ? কোন শেণীর উপন্যাস?
উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন , কাব্যধর্মী উপন্যাস

প্রশ্নোত্তরে বাংলা কথাসাহিত্য পার্ট – ৮

১৭৬) “সুন্দরম্‌” কার লেখা?
উত্তরঃ সুবোধ ঘোষ
১৭৭) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য কোনটি
উত্তরঃ পদ্মিনী উপখ্যান
১৭৮) “স্বর্ণসীতা “ কার লেখা ?
উত্তরঃ বুদ্ধদেব বসু
১৭৯) বঙ্কিম চন্দ্রের গীতার নিষ্কামতত্ত্বের প্রয়োগ ঘটিয়েছেন?
উত্তরঃ দেবী চৌধুরানী
১৮০) মহাস্বেতা দেবীর লেখা উপন্যাসের নাম বলুন, যেখানে মুকুন্দ্রামের চণ্ডীমঙ্গল কাব্য এর কাহিনি প্রাধান্য আছে?
উত্তরঃ ব্যাধ খন্ড , বেনেবউ
১৮১) লালন কে “স্বাভাবিক কবি” কে বলেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৮২) শ্রীকৃষ্ণগকীর্তন কাব্যে মোত পদ সংখ্যা কত?
উত্তরঃ ৪১৮
১৮৩) “গঙ্গা “ কার লেখা?
উত্তরঃ সমরেশ বসু

১৮৪) “টানাপোড়েনের “ ভাষা কোন অঞ্চলের ?
উত্তরঃ ব্বিষ্ণুপুর
১৮৫) গোরা “ কে মহা কাব্যিক কেন বলা হয়?
উত্তর—1)বৃহৎ আকার 2)বাঙালি জাতির সংকটকে ফুটিয়ে তোলা হয়েছে 3)নায়ক বীরোচিত চরিত্রের অধিকারী 4)বীর শান্ত ও শৃঙ্গার রসের উপস্থিতি 5)তৎকালীন বাঙালি সমাজের সমস্ত দিককে ছুঁয়ে গেছে এই উপন্যাস ৷
১৮৬) কাব্য সংকলন ও কবিতা সংকলনের পার্থক্য কি
উত্তরঃ কাব্য সংকলনে একের অধিক কাব্য থাকে। যেমন সঞ্চয়িতা।
কবিতা সংকলনে একের অধিক কবিতা থাকে।যেমন সোনার তরী।
১৮৭) সেবক “ ছদ্মনামটি কার ?
উত্তরঃ গিরিশ ঘোষ
১৮৮) প্রথম মহিলা উপন্যাসিক ? তাঁর লিখিত উপন্যাস ?
স্বর্ণকুমারী দেবী। দীপনির্বাণ

প্রশ্নোত্তরগুলি সংগ্রহ করেছেন প্রিয়াংকা সরকার, বর্ধমান বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *