তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য অকাদেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি ৬৫টি উপন্যাস, ৫৩টি গল্পের বই, ১২টি নাটক, ৪টি প্রবন্ধের বই, ৪টি আত্মজীবনী এবং ২টি ভ্রমণ কাহিনী লিখেছেন। এই আলোচনায় তারাশঙ্করের নানা তথ্য পরিবেশিত হল।
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় – প্রশ্নোত্তর
১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাসের নাম কী ?
উঃ ‘চৈতালি ঘূর্ণি’ (১৯২৮)।
২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলি কী কী ?
উঃ রাইকমল (১৯৩৫), ধাত্রীদেবতা (১৯৩৯) কালিন্দী (১৯৪০) গণদেবতা (১৯৪২) নীলকণ্ঠ (১৯৪৩), পঞ্চগ্রাম (১৯৪৩), কবি (১৯৪৪), হাঁসুলি বাঁকের উপকথা (১৯৫১), আরোগ্য নিকেতন (১৯৫৩), সপ্তপদী (১৩৬৪ব), একটি চড়ুই পাখি ও কালো মেয়ে (১৯৬৩) ইত্যাদি।
৩. ধাত্রীদেবতা উপন্যাসটির পূর্বনাম কী ছিল ? উপন্যাসটি কোন পত্রিকায় কখন প্রকাশিত হয় ?
উঃ ‘জমিদারের মেয়ে’। উপন্যাসটি ‘বঙ্গশ্রী’ পত্রিকায় ১৯৩৮ খ্রি প্রকাশিত হয়।
৪. ধাত্রীদেবতা উপন্যাসের প্রধান প্রধান চরিত্রের নাম কী ?
উঃ শিবনাথ, পিসিমা, মা, শিবনাথের স্ত্রী গৌরী।
৫. ‘মা কি ছিলেন, কি হয়েছেন’ কে কাকে কোন প্রসঙ্গে এই কথা বলেছেন ?
উঃ ধাত্রীদেবতা উপন্যাসে শিবনাথের মা শিবনাথকে পোটো পাড়া প্রসঙ্গে এ কথা বলেছেন।
৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরষ্কার পান ? উপন্যাসটির পূর্বনাম কী ছিল ?
উঃ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাঁর ‘গণদেবতা’ (১৯৪২) উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরষ্কার পান। উপন্যাসটির পূর্বনাম ছিল ‘চণ্ডীমন্ডপ’।
৭. ‘গণদেবতা’ উপন্যাসের চরিত্রগুলি কী কী ?
উঃ দেবু, গিরিশ, ছিরু, শ্রীহরি।
৮. তারাশঙ্কর তাঁর কোন উপন্যাসটি কবি মোহিতলালকে উৎসর্গ করেছেন ? উপন্যাসটির সময়কাল কী ?
উঃ ‘কবি’ উপন্যাসটি কবি মোহিতলালকে উৎসর্গ করেছেন। উপন্যাসটির সময়কাল ১৯৪৪ খ্রি।
৯. হাঁসুলি বাঁকের উপকথা কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় ? উপন্যাসটি কোন শ্রেণির ?
উঃ হাঁসুলি বাঁকের উপকথা শারদীয়া আনন্দবাজারে ১৯৪৬ খ্রি প্রকাশিত হয়। উপন্যাসটি একটি আঞ্চলিক উপন্যাস।
পুরস্কার
* শরৎস্মৃতি পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়)।
* জগত্তারিণী স্মৃতিপদক (কলকাতা বিশ্ববিদ্যালয়)।
* রবীন্দ্র পুরস্কার (আরোগ্য নিকেতন)।
* সাহিত্য অকাদেমী পুরস্কার (আরোগ্য নিকেতন)।
* জ্ঞানপীঠ পুরস্কার (গণদেবতা)।
* পদ্মভূষণ পুরস্কার (ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা।)
* পদ্মশ্রী পুরস্কার (ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা।)
মৃত্যু: ১৪ সেপ্টেম্বর, ১৯৭১ (কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত)
বিশেষ তথ্যাবলি
* তারাশঙ্করের প্রথম উপন্যাস চৈতালী ঘূর্ণি (১৯৩২)৷
* বীরভূম-বর্ধমান অঞ্চলের সাঁওতাল, বাগদি, বোষ্টম, বাউরি, ডোম, গ্রাম্য কবিয়াল সম্প্রদায়ের কথা তাঁর লেখায় বিশেষভাবে ফুটে ওঠে।
* মহাত্মা গান্ধীর রাজনৈতিক আদর্শ, বিশেষ করে তার অসহযোগ আন্দোলনে তিনি আকৃষ্ট হন।
* তারাশঙ্কর ছিলেন কংগ্রেসের কর্মী
* বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিত্ রায় তার ‘জলসাঘর’ ও ‘অভিযান’-এর চলচ্চিত্র রূপ দেন৷