আধুনিক কবি জয় গোস্বামী
পঞ্চাশের কবিদের পর সম্ভবত জয় গোস্বামী একমাত্র বাঙালী কবি যিনি শুধু কবিতা লিখে প্রতিষ্ঠানের কাছে গ্রহণীয় হয়েছেন।সত্তর দশকের সবচেয়ে জনপ্রিয় কবি জয় গোস্বামী (১০.১১.১৯৫৪ – বর্তমান)।
প্রতিষ্ঠানের আনুকুল্যে জয় গোস্বামী আজ গেরস্থ এবং অনিয়মিত পাঠকের কাছেও একটি পরিচিত নাম|”- [নীলাঞ্জনা চট্টোপাধ্যায়:বাংলা কবিতার মুক্তির দশক]
জয় গোস্বামীর জন্ম ও শৈশব
১৯৫৪ খ্রিস্টাব্দের ১০ নভেম্বর কলকাতায় জম্নগ্রহণ করেন আধুনিক কবি জয় গোস্বামী। কলকাতায় জন্মগ্রহণ করলেও পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে চলে আসেন পশ্চিমবঙ্গের রানাঘাটে| মা ছিলেন রানাঘাট স্কুলের প্রধান শিক্ষিকা|কবি প্রথাগত শিক্ষার ফাঁস ছিড়ে বেরিয়ে এসেছিলেন ১১ ক্লাস পড়তে পড়তেই| তাঁর পিতা ছিলেন একজন রাজনৈতিক নেতা| আট বছর বয়সে বাবাকে হারান| ১৯৮৪ খ্রি .কবি মাকেও হারান| কবি হয়ে পড়েন একা| ৩৫ বছর পর পুনরায় কলকাতায় ফিরে আসেন|
জয় গোস্বামীর সাহিত্যকর্ম
রানাঘাটের বাড়ির পুরানো সিলিং পাখাকে নিয়ে তেরো বছর বয়সে লেখেন প্রথম কবিতা ‘ফ্যান| ১৯৭৩ খ্রি.তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয় তিনটি লিটল ম্যাগাজিনে ‘সীমান্তে সাহিত্য’,’পদক্ষেপ’,এবং ‘হোমশিখা’|১৯৭৬ সাল থেকে ‘দেশ’ পত্রিকায় কবির লেখা প্রকাশ হতে থাকে | ১৯৭৭ সালে প্রকাশিত হয় তাঁর কবির সংকলন ‘ক্রীসমাস ও শীতের সনেটগুচ্ছ’|এরপর একাদিক্রমে প্রকাশিত হয়েছে তাঁর ‘প্রত্নজীব'(পরমা,১৯৭৮) ‘আলেয়াহ্রদ'(অভিমান ,১৯৮১) ‘উন্মাদের পাঠক্রম’ (সুবচন,১৯৮৬) ভুতুমভগবান’ (প্রতিভাস ,১৯৮৮) ঘুমিয়েছো ,ঝাউপাতা?’ (আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড ,১৯৮৯) ‘আজ যদি আমাকে জিগ্যেস করো'(আ .পা .প্রা .লি.,১৯৯১) ‘গোল্লা'(প্রমা ,১৯৯১) ‘পাগলী তোমার সঙ্গে'(আ.পা.প্রা.লি.,১৯৯৪) ‘বজ্রবিদুৎ-ভর্তি খাতা'(আ .পা .প্রা .লি .,(১৯৯৫) ‘পাখি হুসে'(কবিতা পাক্ষিক ,১৯৯৫) ‘ও!স্বপ্ন ‘(আ .পা .প্রা .লি .,১৯৯৬) ‘পাতার পোশাক ‘(আ .পা .প্রা .লি .,১৯৯৭) ‘বিষাদ ‘(আ .পা .প্রা .লি .,১৯৯৮) ‘যারা বৃষ্টিতে ভিজেছিল'(১৯৯৭) ‘মা নিষাদ (১৯৯৯) ‘তোমাকে আশ্চর্যময়ী'(১৯৯৯) ‘সূর্য -পোড়া ছাই'(আ .পা .প্রা .লি .,১৯৯৯)
‘জগৎ বাড়ি ‘ ‘হরিণের জন্য এক ‘ সন্তান সন্ততি ‘বিবেক বেলায় কবিতা ও ঘাসফুলের কবি’ মৌতাত মহেশ্বরী’ সন্ধ্যাফেরি ও অন্যান্য কবিতা ‘ ‘আমার শ্যামশ্রী ইচ্ছে আমার স্বাগতা ইচ্ছেগুলি’ ‘শাসকের প্রতি’
ভালোটি বাসিব হার্মাদ শিবির ফুলগাছে কী ধূলো! দু-দন্ড ফোয়ারামাত্র আত্মীয়স্বজন মায়ের সামনে স্নান করতে লজ্জা নেই একান্নবর্তী বিষ প্রায় শষ্যে গরাদ,গরাদ (আ .পা .প্রা .লি .,২০১৫)
উপন্যাস
তাঁর বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে — সেইসব শেয়ালেরা, সুড়ঙ্গ ও প্রতিরক্ষা, শয্যাগত, অসমাপ্ত পান্ডুলিপি প্রভৃতি |
গদ্য গ্রন্থ
জয়ের শঙ্খ, জয়ের শক্তি, নিজের জীবনানন্দ, নিজের রবীন্দ্রনাথ
কাব্যনাট্য
যেখানে বিচ্ছেদ
গল্প
কবির গল্প
পুরষ্কার
আনন্দ পুরষ্কার – ১৯৮৯ – ঘুমিয়েছ ঝাউপাতা
সাহিত্য একাডেমী – ২০০০ – পাগলী তোমার সঙ্গে
আলোচক – কেশব মল্লিক, শিক্ষক, ভদ্রকালী হাই স্কুল, ইসলামপুর।